• করোনা ভাইরাস নিউজ

    পহেলা বৈশাখে অসহায় মানুষের পাশে ছাত্রলীগ নেতা ঝুটন

      প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২০ , ৭:৩৮:১৭ অনলাইন সংস্করণ

    মৃণাল কান্তি দাস।।   প্রভাবে সারাদেশে সকল অনুষ্ঠান স্থগিত করা হয়েছে, ঘরে ঘরে পালিত হচ্ছে শুভ নববর্ষ ১৪২৭।

    দেশের এই সংকটকালীন মুহূর্তে নববর্ষের প্রথম দিনে গরীব ও দুঃস্থ মানুষের পাশে দাড়িয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন। আজ(মঙ্গলবার) বিকাল ৩ টার দিকে মদিনা মার্কেট সংলগ্ন পাচতলা পয়েন্টে তার উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই সময় মৃন্ময় দাস ঝুটনের সাথে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন সুমন চৌধুরী, সমর দাস, পাভেল আহমেদ সহ অনেকে। এ বিষয়ে মৃন্ময় দাস ঝুটন বলেন, “দুর্যোগের এই সময়ে সকল বিত্তবান মানুষদের উচিৎ গরীব, দুঃখী, মেহনতী ও অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসা। “Financial Development of Rural Area” এর সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে দুর্যোগ মোকাবেলায় আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এর ধারা অব্যাহত থাকবে।” এছাড়াও তিনি ২০ মার্চ এবং ২২ মার্চ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মদিনা মার্কেট পর্যন্ত খাদ্য সামগ্রী, মাস্ক, গ্লাবস, সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণে অংশ নেন।

    আরও খবর

    Sponsered content