প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৫:৩৬:০৮ অনলাইন সংস্করণ
ওহিদুল ইসলাম,কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাটের সোনাপুর এবং গোবিন্দপুর নিউসান সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে মহামারি করোনাভাইরাস ও রমজান সামনে রেখে গ্রামের অসহায় ও দরিদ্র মানুষদের খাদ্যসামগ্রী ২গ্রামের ৬০ টি পরিবারের কাছে রাতের অন্ধকারে ত্রাণ পৌছে দেয় সংস্থার সদস্যরা। এসময় সরকারের বিধিনিষেধ মেনে ছবি না তুলে না ব্যক্তি পরিচয় গোপনে রেখে ঘরে ঘরে ত্রাণ পৌছিয়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন।কানাইঘাট সরকারী কলেজের সহকারী অধ্যাপক এবাদুর রহমান,অত্র এলাকার ইউপি সদস্য আয়ুব আলী ছোটোদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক সাইদুর রহমান,ছোটোদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল করিম,ব্যাংকার সাঈদুর রহমান,কানাইঘাট উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আমিনুল ইসলাম,কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হুসেন,ব্যবসায়ী হুসন আহমেদ,ব্যবসায়ী আব্দুর নূর,সংঘটনের সভাপতি শাহিন আহমেদ,প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ,সংস্থার অন্যতম সদস্য হাফিজ মাসুম আহমেদ প্রমুখ।
এসময় সংঘটনের সভাপতি শাহীন আহমেদ বলেন-আমরা আমাদের সংঘটনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাড়িয়েছি এবং আমরা মানুষের কল্যাণে আমাদের কে অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের অর্থ দিয়ে সাহায্য করেছেন আমি সংঘটনের পক্ষ থেকে তাদের কে ধন্যবাদ জানাই।