প্রতিনিধি ২০ এপ্রিল ২০২০ , ৭:৪২:৪৩ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ পাঠক প্রিয় দৈনিক ভাটি বাংলা ডটকম অনলাইন নিউজ পোর্টাল পরিবারের বৈঠক আজ সিলেটে অনুষ্ঠিত হয়েছে।
উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, দৈনিক ভাটি বাংলা ডটকম উপদেষ্টা ও এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা কমিটির শিল্প ও শ্রম সম্পাদক মোঃ এনামুল হক এনাম ও সিনিয়র সাংবাদিক দৈনিক ভাটি বাংলার সম্পাদক ও প্রকাশক এস এম ওয়াহিদুল ইসলাম।
সভায় বর্তমান বৈশ্বিক মহামারি কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাস এর কারণে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডাক্তার ও স্বাস্থ্যসেবা কর্মীদের পাশাপাশি অনলাইন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ঝুঁকি বিবেচনায়, দৈনিক ভাটি বাংলা ডটকম এর সংবাদদাতা সহ সহযোগী অনলাইন নিউজ পোর্টালের সংবাদ কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীদের আর্থিক সহায়তা এবং স্বল্প বেতনের চাকুরী জীবী বর্তমানে কর্মহীন নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দৈনিক ভাটি বাংলা ডটকম এর পক্ষ থেকে “কর্মহীন সহায়তা ফান্ড” গঠন করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে উপদেষ্টাবৃন্দ বলেন আমাদের উদ্দেশ্য- যারা ত্রাণের জন্যে লাইনে দাঁড়াতে পারে না এবং মুখ ফুটিয়ে কিছু বলতে পারে না এবং যারা নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের পকেট ফাঁকা রেখে করোনা ভাইরাস পরিস্থিতি সহ দেশের সার্বিক অবস্থা দেশবাসীর সামনে তুলে ধরেন তাদের জন্য কিছু করা।
আমরা দৈনিক ভাটি বাংলা পরিবার আশাকরি আমাদের উদ্যোগে পাঠক, সুধী ও শুভাকাঙ্ক্ষীরা সাথেই থাকবেন এবং পাশে থেকে সহযোগিতা করবেন।
এছাড়াও দৈনিক ভাটি বাংলা ডটকম এর পাঠকদের উদ্দেশ্যে উপদেষ্টাবৃন্দ বলেন প্রাণঘাতী করোনা ভাইরাস সনাক্তকরণের কিট উৎপাদিত হলেও এখন পর্যন্ত কার্যকর ভ্যাক্সিন বা ঔষধ আবিষ্কার হয়নি বিশ্বের কোথাও, তাই সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে নিজ বাসস্থানে অবস্থান করুন এবং প্রয়োজনে বের হলে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে অন্যতায় ইউরোপ আমেরিকার মতো দুঃখজনক পরিস্থিতির সম্মুখীন হতে হবে, তাই সচেতনভাবে করোনা সংক্রমণ এড়িয়ে চলতে হবে।