প্রতিনিধি ৩ এপ্রিল ২০২০ , ১:৪৬:৪৪ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টার: বৈশ্বিক মহামারি প্রাণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে সারা বাংলাদেশের ন্যায় দিরাই ও শাল্লা উপজেলার হাওরের জনপদের মানুষের মাঝে আতঙ্ক কাজ করলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতার অভাব রয়েছে, তাই সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্কতার সাথে স্বাস্থ্য বিধি মেনে চলতে আহ্বান জানিয়েছেন দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।
তিনি আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উপরোক্ত আহ্বান জানান।
জাসদ নেতা আমিন আরও বলেন- ভাইরাস এড়াতে সকলকে সরকারের নির্দেশনা কঠোর ভাবে মেনে চলতে হবে।
করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব ও ব্যক্তিগত সচেতনতা এবং স্বাস্থ্য বিধি মেনে চলা হচ্ছে একমাত্র পথ।
এছাড়াও তিনি বলেন করোনা ভাইরাস এড়াতে সরকারের নিষেধাজ্ঞার কারণে ঘরে অবরুদ্ধ কর্মহীন নিম্নমধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারে খাদ্যের জন্য হাহাকার চলছে। সরকার ও কিছু সংগঠন এবং বিত্তশালী ব্যক্তি সহায়তায় এগিয়ে আসলেও জনগণের এই দুর্যোগময় সময়ে জনগণকে পুঁজি করে রাজনীতি ও জনপ্রতিনিধি হয়ে যারা টাকার পাহাড় গড়েছেন তাদের কাউকে ব্যক্তিগত ভাবে জনতার পাশে সাহায্য নিয়ে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না যা অত্যন্ত দুঃখজনক।
সাহায্য সহযোগিতা দূরে থাক এই প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারিতে নেতাদের টিকিটিও দেখা যাচ্ছে না।