প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৯:৪০:৩৪ অনলাইন সংস্করণ
শিপলু রায় সঞ্জয়,দিরাই থেকে।।
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ঢাকা প্রত্যাগত একটি পরিবার কে হোম কোয়ারেন্টাইন আদেশ না মানায় জরিমানা করা হয়েছে।
তথ্যসূত্রে জানা যায়, সরমঙ্গল ইউনিয়নের কল্যাণী গ্রামের নিহার দাশ এর পরিবার ঢাকা মিরপুর থেকে গত ১৫ এপ্রিল বাড়িতে আসলেও হোম কোয়ারেন্টাইনে না থেকে স্বাভাবিক ভাবে চলাচল করার খবর পেয়ে সেখানে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: শফি উল্লাহ। করোনা ভাইরাস এড়াতে স্বাস্থ্য বিধি মেনে চলতে এবং প্রয়োজনে বের হতে হলে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, স্বরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান চৌধুরী প্রমুখ।