প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২০ , ১:১৮:০১ অনলাইন সংস্করণ
শিপলু রায় সঞ্জয়,দিরাই থেকে।।
করোনা ভাইরাসে শ্রমিক সংকটের কারণে সুনামগঞ্জের দিরাই উপজেলার সুজানগরের হাওরে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিলেন দিরাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার বাবু তাপস রায়, দিরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ চৌধুরী, শিক্ষক উজ্জল আহম্মেদ চৌধুরী, আবুহেনা চৌধুরী,মোজাম্মেল চৌধুরী সৌরভ, ছাত্র নেতা বুলবুল,মাসুম, হাসান,হাবীব, দপ্তরি, নাসির উদ্দিন, শামছুল ইসলাম চৌধুরী প্রমুখ।
আজ সহকারী শিক্ষা অফিসার বাবু তাপস রায় ও দিরাই পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ চৌধুরী নেতৃত্বে সকাল ৮.০০ ঘটিয়া থেকে জিল্লুর রহমান নামের এক অসহায় দরিদ্র কৃষকের ৩০ শতক জমির পাকা ধান কেটে দিলেন নেতাকর্মীরা।
এক প্রতিক্রিয়ায় তাপস রায় বলেন চলতি বছর দিরাই উপজেলার বিভিন্ন হাওরে বোরো ধানের ভাল ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকদের কষ্ট অনেকটা লাঘব হবে। কিন্তু আবহাওয়া অফিসের নির্দেশনায় আগামী কয়েকদিনের মধ্যে আগাম বন্যার আশংঙ্কায় এবং শ্রমিক সংকটের কারণে আমামরা কাউন্সিল ও স্থানীয় নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কৃষকদের পাকা ধান কেটে তুলে দিচ্ছি, তবে মহামারী করোনা ভাইরাসের কারণে সামজিক দূরত্ব বজায় রেখে যথাসাধ্য কৃষকদের পাশে দাড়িঁয়ে তাদের হাওরে পাকা বোরো ধান কেটে তাদের সহযোগিতা করার চেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।