• করোনা ভাইরাস নিউজ

    দিরাইয়ে যুবলীগ নেতাকর্মীরা দিনভর গরীব কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন

      প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৯:৩৮:১০ অনলাইন সংস্করণ

    শিপলু রায় সঞ্জয়, দিরাই থেকে।
    মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন করোনা ভাইরাস এর কারণে লকডাউনের প্রভাবে শ্রমিক সংকটে থাকা কৃষকদের পাশে যেন আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দাঁড়ায়।  যার ফলে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের নির্দেশ অনুযায়ী- সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও দিরাই উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি বাবু রঞ্জন কুমার রায়ের নেতৃত্বে দিরাই উপজেলা যুবলীগ আজ সকাল থেকে সন্ধা অব্দি দিরাই উপজেলার ঘাগটিয়া গ্রামের দরিদ্র কৃষক পিযুষ দাসের চার কেয়ার ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে৷
    এব্যাপারে এক লাইভ ভিডিওতে দিরাই উপজেলা যুবলীগ সভাপতি বাবু রঞ্জন কুমার রায় বলেছেন- অতীতেও দিরাই উপজেলা যুবলীগ সবসময় দিরাই উপজেলার মানুষদের সুখে দুখে পাশে এসে দাড়িয়েছে এবং  অসহায় মানুষদের পাশে দিরাই উপজেলা যুবলীগ সবসময় থাকবে৷ দিরাই উপজেলার যে কৃষকরা টাকার অভাবে অথবা মানুষের অভাবে ধান কাটতে পারছেন না তাদেরকে যথাসাধ্য সাহায্য করার অঙ্গিকার ব্যক্ত ল করেছেন তিনি।
    এছাড়াও রঞ্জন কুমার রায় বলেন দিরাই উপজেলা যুবলীগের প্রতিটা ইউনিয়নের নেতাকর্মীদের কাছে অনুরোধ করা হয়েছে যেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার আহ্বান অনুযায়ী অসহায় কৃষকদের পাশে যার যার সামর্থ্য অনুযায়ী দাঁড়াবার জন্য৷ জমির মালিক পিযুষ দাস ধান কাটার পরে এক প্রতিক্রিয়ায় দিরাই উপজেলা যুবলীগকে ধন্যবাদ জানিয়ে বলেন কেয়ার প্রতি দুই হাজার টাকা দেয়ার মতো আমার সামর্থ্য নেই বলে জমির ধান পাকা থাকা সত্ত্বেও আমি কাটতে পারছিলামনা৷
    আজ যুবলীগ নেতাকর্মীরা ধান কেটে দেওয়ায় আমার টাকা এবং সময় দুটোই বেচেছে।
    ধান কাটায় অংশ গ্রহণ করেছিলেন দিরাই উপজেলা যুবলীগ সভাপতি বাবু রঞ্জন কুমার রায়, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মোহন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা এহিয়া চৌধুরী, শুকরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু বিশ্বজিৎ চৌধুরী, যুবলীগ নেতা  রায়হান মিয়া, বিদ্যুৎ রায়, কাইয়ুম মিয়া, মোহাম্মদ আযহার, জুয়েল,বদরুল, রাগীব আলি সহ আরো বিপুল নেতাকর্মী৷

    আরও খবর

    Sponsered content