• সংঘর্ষ

    দিরাইয়ে মামলার বাদীকে দাড়ালো অস্ত্র দিয়ে রক্তাক্ত জখম, বুরহান বাহিনীর ভয়ে গ্রাম ছাড়া বাদী

      প্রতিনিধি ১ এপ্রিল ২০২০ , ৭:০১:২১ অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধিঃ দিরাই উপজেলার তারাপাশা গ্রামে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে প্রভাবশালী আসামীরা বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    তারাপাশা গ্রামের প্রভাবশালী বুরহান মিয়া ও তার ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নিতে মামলার বাদী একই গ্রামের ছইল মিয়া ও তার ভাই গুরুতর আহত ছুনু মিয়া কে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। মঙ্গলবার বিকেলে দিরাই অনলাইন প্রেসক্লাবে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ছুনু মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুরহান মিয়া ও তার লোকজন আমাদের উপর হামলা চালিয়ে আমার পা ভেঙ্গে দেয়া সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। গত ১৫ মার্চ বুরহান মিয়াকে প্রধান আসামি করে ১৮ জনের বিরুদ্ধে দিরাই থানায় মামলা করি। বুরহান ও তার সহযোগিরা জামিন নিয়ে এসে আমাদের কে ভয়ভীতি ও প্রাণে মারার হুমকি দিচ্ছে। বর্তমানে আমি এবং আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীন আছি। আমি আবারও আইনের আশ্রয় নেব। দায়েরকৃত মামলায় ছইল মিয়া উল্লেখ করেন, বুরহান মিয়ার সাথে তাদের জায়গা সংক্রান্ত বিরোধ চলছে অনেক দিন ধরে। ঘটনার সপ্তাহ খানেক আগে ছুনু মিয়ার সাথে বিবাদী বুরহান মিয়ার জমি সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

    এরই জের ধরে গত ১৪ মার্চ বাড়ি থেকে বাজারে যাবার পথে বুরহান বাহিনী রড, ক্রিকেট খেলার স্টাম্প, রুইল,রামদা নিয়ে আমাদেরকে মারার জন্য রাস্তায় প্রকাশ্যে ঘুরাঘুরি করে এবং বাজারে গিয়ে আক্রমণ করার প্রস্তুতি নিলে বাজার কমিটি এগিয়ে এসে সন্ত্রাস বাহিনীদের প্রতিরোধ করে।

    মিলনগঞ্জ বাজার থেকে দুপুরে বাড়িতে যাবার সময় আমাদের গ্রামের পশ্চিম মাঠে পুর্ব পরিকল্পনা অনুযায়ী বুরহান মিয়ার নেতৃত্বে শফিকুর রহমান, লেবু, এনামুল,নোমানসহ ২০-২২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ছুনু মিয়ার উপর অতর্কিত হামলা চালায়, ছুনু মিয়াকে মারা হচ্ছে খবর পেয়ে ছুনু মিয়ার ভাই মজনু ও মুজাহিদ এবং বোন ভাই কে বাঁচাতে এগিয়ে গেলে তাদের অস্ত্রের আঘাতে তারা ও গুরুতর আহত হয়।
    এলাকাবাসীর সহযোগিতায় ছুনু মিয়ার মা তাদেরকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    প্রত্যাক্ষ্যদর্শী একজন বলেন, তারাপাশা গ্রামে এমন ঘটনা কেউ দেখেনি কোনদিন, এভাবে দেশীয় অস্ত্র শস্ত্রে বাহিনী নিয়ে প্রকাশ্যে দিনে দুপুরে মাঠে ফেলে নিষ্ঠুরভাবে ভাই ভাইকে মারতে পারে তা আমরা দেখে হতবাক।গ্রামের শান্তি শৃংখলা হুমকির মুখেই।

    আরও খবর

    Sponsered content