প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ১০:৩৫:২৮ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের একটি হাওরে লৌলারচর স্পোর্টিং ক্লাবের তরুণরা এক কৃষকের ৬০ শতক জমির পাকা ধান কেটে দিলেন ।
বুধবার সকাল থেকে জেলার দিরাইয়ের চরনারচর ইউনিয়নের হাওরে এক কৃষকের ৬০ শতক পাকা ধান কাটায় অংশ নেন চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার,দিরাই উপজেলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষা অফিসার তাপস রায়, লৌলারচর স্পোপিং ক্লাবের সদস্য সজীব ভৌমিক,সুব্রত হাজরা,স্বেচ্ছাসেবী সংগঠনের শেখ রণি ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রদান শিক্ষক প্রবীন্দ্র ভূইয়া, শিক্ষক গনেন্দ্র দাস ও পিটু হালদার প্রমুখ।