সঞ্জয় রায় শিপলু ১৪ এপ্রিল ২০২০ , ৯:১৪:৫৭ অনলাইন সংস্করণ
দিরাই মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় এর (অবঃ) শিক্ষিকা স্বর্গীয়া নীলমনি পুরকায়স্থ এর উত্তরাধিকারী চিত্রালী ও হিমাদ্রী পুরকায়স্থ নিজ উদ্যোগে দেশের এই দূযোর্গ ও সংকটময়
পরিস্থিতিতে পরীক্ষার্থীদের ভালো প্রস্তুতি, মনোবল ও মানসিক বিকাশের লক্ষ্যে উৎসাহ দিতে দিরাই সরকারী কলেজের ২০ জন সমস্যাগ্রস্থ ২০২০ সালের এইচএসসি শিক্ষার্থী ভাই বোনদের মাঝে পরীক্ষার সহায়ক সামগ্রী উপহার স্বরুপ প্রদান করা হয়।
দিরাই রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সংঘ এর সাধারন সম্পাদক শিপলু রায় ও সাংগঠনিক সম্পাদক আমজাদ সর্দার এর উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় তা বাস্তবায়িত হয়।
এছাড়াও দিরাই উচ্চ বিদ্যালয় এর ২০০৪ ব্যাচ এর সম্মিলিত অর্থায়নে দিরাই পৌরসভার ৭০টি কর্মহীন পরিবারকে ৪কেজি চাউল,১লি তৈল,, ১কেজি আলু,১কেজি পেঁয়াজ, ৫০০গ্রাম লবন, ১কেজি ডাল ও ১টি করে সাবান উপহার দেওয়া হয়।