প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৯:৪৫:২৯ অনলাইন সংস্করণ
শিপলু রায় সঞ্জয়,দিরাই থেকে। বৈশ্বিক মহামারি প্রাণঘাতী কোভিড-১৯ নোভেল করোনাভাইরাস এর কারণে লকডাউনের প্রভাবে একদিকে কর্মহীন মানুষের ত্রাহিত্রাহি অবস্থা অপরদিকে ভাটি অঞ্চলের খাদ্য ভান্ডার একমাত্র বোর ফসল কাটার জন্যে বাহিরের শ্রমিক না আসায় কৃষকরা পড়েছেন বিপদে। হাওরের দিগন্ত জুড়ে সোনালি ফসল কাটার উপযোগী কিন্তু শ্রমিক সংকটে ঝড় বন্যার ঝুঁকিতে শঙ্কিত কৃষক।
অর্থ ও শ্রমিক সংকটে এগিয়ে এসেছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এবং ব্যক্তিবর্গ।
এবার সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের গরীব কৃষকের বোর ধান কেটে দিলেন একদল স্কাউট সদস্য ও ছাত্রবৃন্দ।
আজ কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ব্রাউন পুরকায়স্থ’র উদ্যোগে জটিচর গ্রামের দরিদ্র কৃষক লিটন মিয়ার দুই কিয়ার জমির ধান কেটে দেন সিনিয়র স্কাউট সদস্য ও ছাত্রবৃন্দ। ৯ জনের দল গঠন করে ধান কাটায় অংশ নেন তারা। অংশগ্রহণকারীরা হলেন সিনিয়র স্কাউট লিডার পারভেজ হোসেন তালুকদার, মো: সোহান মিয়া,উপদল নেতা মাসুদ মিয়া, সদস্য জাহেদুর রহমান, রাজু মিয়া,সাব্বির হোসেন প্রমুখ।
বিনা টাকায় নিজের শ্রমে ঘামে ফলানো ফসল স্বেচ্ছাসেবীদের মাধ্যমে তুলতে পেরে চোখেমুখে আনন্দের আর তৃপ্তির হাসি লিটন মিয়ার।