• ত্রাণ বিতরণ

    দিরাই’র কুলঞ্জ ইউনিয়নে ২৩০ জন’কে প্রাথমিক শিক্ষা পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ

      প্রতিনিধি ৯ এপ্রিল ২০২০ , ৩:০৩:৪২ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।। মরণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে ঘববন্দি সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২৩০টি অসহায়, দরিদ্র ও কর্মহীন পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী হিসেবে ৫কেজি চাল, ১কেজি ডাল,১কেজি তেল,২কেজি আলো,১কেজি লবণ ও ১ কেজি পিয়াজ বিতরণ করা হয়।
    বৃহস্পতিবার বিকেলে কুলঞ্জ ক্লাষ্টারের প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে এ ত্রানসামগ্রী বিতরন করেন দিরাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন,রারইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জসিম উদ্দিন চৌধুরী,রাধানগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফুল মিয়া, তেতইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিনুল হক,নাচনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সানোয়ার হোসেন ইমন প্রমুখ।
    দিরাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার রায় বলেছেন মরণব্যাধী করোনা ভাইরাসে পৃথিবীর বহুদেশের পাশাপাশি বাংলাদেশের মানুষ ও আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে প্রতিটি মানুষ ঘরে বসবাস করলে সরকারের যেমন ত্রাণসামগ্রী ঘরে ঘরে পৌছে দেয়া অব্যাহত রয়েছে তেমনি বিভিন্ন সংস্থা ও সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো সাধ্যমতো ঘরে ঘরে গিয়ে অসহায় মানুষজনকে খাদ্যসহায়তা অব্যাহত রেখেছেন। তিনি আরো বলেন,এই মহামারী থেকে বাচার একটি মাত্র উপায় ঘরে বসে থেকে নিজেকে নিরাপদ রাখলে পরিবারের প্রতিটি সদস্য নিরাপদে থাকবে।

    তাই প্রধানমন্ত্রীর নির্দেশ যথাযথভাবে পালন করে সবাইকে ঘরে থাকার আহবান জানান।

    আরও খবর

    Sponsered content