প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২০ , ৬:৫৬:৩৫ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজের মাতা জহুরা খাতুন এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কোর-আন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার আছরের নামজের পরপরই নিজ বাড়ী উজানীগাও কাজী বাড়ীতে খতমে কোর-আন শেষে দোয়া মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও করোনা ভাইরাস থেকে মুক্তি কামনা করে বিশ্ববাসীর জন্য দোয়া পরিচালনা করেন মরহুমার ছেলে কাজী এম জমিরুল ইসলাম মমতাজ। এ সময় উপস্থিত দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পদক মোঃ নুরুল হক, সদস্য ছায়াদ হোসেন সবুজ, উজানীগাও জামে মসজিদের মোয়াজ্জিন মৌলভী শফিক উদ্দীন, উজানীগাও বাসষ্টেন্ড মসজিদের ইমাম হাফিজ এমরান আহমদ, মাঝপাড়া মসজিদের ইমাম ক্বারী আব্দুশ শহীদ, উপজেলা খেলাফত মজলিসের প্রচার সম্পাদক মাওঃ এনামুল হক, বায়তুল মাল সম্পাদক মাওঃ জুবায়ের আহমদ, মোঃ আমিরুল ইসলাম, কাজী মাহমুদুল মমতাজ হাসান, কাজী আহমাদুল মমতাজ মারজান প্রমুখ।