প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৭:০২:১৯ অনলাইন সংস্করণ
আমির হোসেন (তাহিরপুর)।। প্রাণঘাতী করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সংকট কালীন সময়ে হাওরের ধান কাটার শ্রমিক সংকট মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক সুনামগঞ্জের তাহিরপুরে শনি ও মাটিয়ান হাওরসহ ছোট বড় মোট ২৩টি হাওরের কৃষকদের ধান কেটে দিলেন উপজেলার বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় তাহিরপুরের স্বনামধন্য প্রাচীন বিদ্যাপীঠ বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সবাই মিলে আজ ( ২২.০৪.২০) কৃষকদের পাকা বোরো দান কেটে দেন।
পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ধানু বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সংকট কালীন সময়ে হাওরের ধান কাটার শ্রমিক সংকট মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষার্থী মিলে হাওড়ে আসলাম কৃষকের পাশে দাড়াতে। আমি চাই আমাদের এলাকার সকল সচেতন মহল কৃষকের পাশে এসে দাড়াক। তাহলে কৃষক তাদের সোনার ফসল পাকা বোরো ধান নিয়ে ঘরে ফিরতে পারবে।
বোরো ধান কাটার কাজে সম্পৃক্ত হয়ে সহযোগিতা করেন, পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম ধানু, তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো, ইয়াহিয়া তালুকদার, বাদাঘাট জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সবুল, জনতা উচ্চ বিদ্যালয়ের সভাপতি বদিউজ্জামান, ট্যাকেরঘাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খাইরুল আলম, বাগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীব পাল,বাদাঘাট পাউবি’র অফিস সহকারী কাজী জয়নুল আবেদিন প্রমুখ ।