প্রতিনিধি ৯ এপ্রিল ২০২০ , ৩:৩১:১৮ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি।। সুনামগঞ্জ তাহিরপুরে কুয়েত প্রবাসী বাবুলে উদ্যোগে ১০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ।
সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও অঘোষিত লকডাউলের কারণে ও করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এই সঙ্কটকালীন সময়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মোল্লাপাড়া গ্রামের কোয়াত প্রবাসী আজাদ খান বাবুলের নিজেস্ব অর্থায়নে ১০০টি অতি দরিদ্র, দিনমজুর ও নিন্ম আয়ের মানুষের মধ্যে চাল, ডাল, আলুু, সয়াবিন তেল ও সাবান বিতরণ করেন। আজ ০৯ বৃহস্পতিবার বিকালে তার নিজ বাড়িতে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের মোল্লাপাড়া, জামবাগ ও সুুুন্দর পাহাড়িসহ ৫ গ্রামের হতদরিদ্র, দিনমজুর ও নিন্মআয়ের ১০০টি পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম সয়াবিন তেল ও আলু , সাবান বিতরণ করেন। বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা শাখার কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক নুরুল হক মাষ্টার, বাদাঘাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামিলীগের সহ সভাপতি আব্দুল কাদির ময়না, যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ।