প্রতিনিধি ২১ এপ্রিল ২০২০ , ৫:১৯:২১ অনলাইন সংস্করণ
আমির হুসেন, তাহিরপুর প্রতিনিধি।।সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার ৩নং দক্ষিণ বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ডে পরিবারের ৭ জনের নাম দিয়ে খাদ্য সহায়তা নেয়ার অভিযোগ ওঠেছে ওয়ার্ড সদস্য আব্দুল মন্নাফ ওরফে মনা মেম্বারের বিরুদ্ধে। অনিয়মের মাধ্যমে অসহায়, হতদরিদ্র ও শ্রমজীবী খাদ্য সহায়তার তালিকায় নিজ পরিবারের সদস্যদের নাম যুক্ত করে করেন তিনি।
সম্প্রতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যর সাক্ষর ও সীল দেয়া প্রকাশিত তালিকায় বিষয়টি ধরা পড়ে। দক্ষিণ বড়দল ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল মন্নাফের পরিবারের ৭ জন টিপসই দিয়ে সরকারি খাদ্য সহায়তার চাল ও আলু নিয়েছেন। এতে ওয়ার্ডের প্রকৃত অসহায়, হতদরিদ্র, শ্রমজীবী মানুষরা বঞ্চিত হয়েছেন। এই নিয়ে এলাকায় চলছে আলোচনা ও সমালোচনা।
অভিযোগ উঠেছে বড়দল দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্দুল মন্নাফ আর্থিকভাবে সচ্ছল তার আপন ছোট ভাই, ছোট দুই ভাইয়ের দুই স্ত্রী, পরিবারের চাচাতো ভাই, আপন ভাতিজা, ভাগনী এবং একই পরিবারের একাধিক নাম তালিকায় অন্তর্ভূক্ত করেন।
উপজেলা নির্বাহী অফিসারের ফেসবুকে প্রকাশিত তালিকায় ইউপি ওয়ার্ড সদস্য আব্দুল মন্নাফ স্বাক্ষরিত ৩৫ জনের জমা দেয়া নামের তালিকা দেখা হয়েছে। তালিকায় ৫৫ নং ক্রমিকে ইউপি সদস্যের আপন ছোট ভাই আব্দুল মালেক, ৫৮ নং ও ৬৫ নং ক্রমিকে আপন ছোট দুই ভাইয়ের স্ত্রী সাফিয়া খাতুন ও ছাবিনা বেগম, ৫৬নং ক্রমিকে বড় ভাই আব্দুর রশিদ, ৫৩ নং ক্রমিকে আপন ভাতিজা মুছা মিয়া, ৫৪ নং ক্রমিকে আপন চাচাতো ভাই ফিরোজ মিয়া ও ৫২ নং ক্রমিকে আপন ভাগনী সমলা খাতুন’র নাম রয়েছে।
২নং ওয়ার্ডের বাসিন্দারা জানান, আব্দুল মন্নাফ ওয়ার্ড সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই সরকারি কোন সহায়তা ওয়ার্ডের অতিদরিদ্রদের ভাগ্যে জুটে না। যে কোন সরকারি সহায়তা আসলে আগের তার পরিবারের লোকজন প্রাধান্য পায়। সম্প্রতি এলজেএসপি তালিকা করা হয়েছে। শুনেছি এলজেএসপি থেকে ৪ হাজার করে টাকা দেয়া হবে কিছু সংখ্যক দরিদ্রদের। এখানেও তার পরিবারের বেশীর ভাগ লোকের নাম দেয়া হয়েছে। করোনা সংকটের খাদ্য সহায়তার তালিকায় তার পরিবারের লোকজনের নাম আরও তিনবার দেয়া হয়েছে।
বড়দল দক্ষিণ ইউনিয়নের ২ নং ওয়ার্ড সদস্য আব্দুল মন্নাফ বলেন, আমার আত্মীয় স্বজনের মধ্যে ১ নাম দেয়া দেয়া হয়েছে। বাকি ৬ জনের পরিচয় দিয়ে জানতে চাইলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি।
বড়দল দক্ষিণ বড়দল ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহার আলী বলেন, বিষয়টি চাল বিতরণের আগে আমাকে কেউ জানায়নি। বিষয়টি জানলে আমি ২নং ওয়ার্ডের চাল বিতরণ স্থগিত রাখতাম।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি বলেন, চাল বিতরণের পূর্বেই নামের তালিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হয়েছে। বিষয়টি চাল বিতরণের পূর্বে স্বেচ্চাসেবক সহ এখানকার মানুষ আমাকে জানায়নি। তবুও এমন অনিয়ম হয়ে থাকলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
Notifications