• ত্রাণ বিতরণ

    তাহিরপুরে আ.লীগ নেতা হাজী ইউনুছ আলীর উদ্যোগে ১১০০ পরিবারকে ১০ কেজি করে চাউল বিতরণ

      প্রতিনিধি ১২ এপ্রিল ২০২০ , ৯:৩১:১২ অনলাইন সংস্করণ

    শফিকুল ইসলাম স্বাধীন: সুনামগঞ্জ তাহিরপুরে অতি দরিদ্র, দিনমজুর ও নিম্ন আয়ের ১১শত পরিবারের মধ্যে(১০)কেজি করে চাউল বিতরণ করেছেন

    তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট কয়লা ব্যবসায়ী হাজী এম,এ ইউনুছ আলী।

    তার নিজস্ব অর্থায়নে সাধাখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সামনে,
    ১২ এপ্রিল রবিবার সকাল ১০ টায় উপজেলার বড়দল দক্ষীন ইউনিয়নের ২নং ৩নং ও ৪নং ওয়ার্ডের সাধাখলা,হলহলিয়া,মাটিকাটা, পুরানকালাস, লেদারবন্দ,বিন্নারবন্দ,হাঁফানিয়া সহ ৭টি গ্রামে ১১শত পরিবারের মধ্যে প্রতি পরিবারে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

    এসব বিতরণে সার্বিক সহযোগিতা করেন, হাজী এম,এ ইউনুছ আলীর ছোট ভাই বড়দল দক্ষীণ ইউনিয়ন আ:লীগে যুগ্ন সাধারন সম্পাদক জিল্লুর রহমান ও একই ইউনিয়ন যুবলীগে সাধারণ সম্পাদক মাসুক মিয়া।

    হাজী এম,এ ইউনুছ আলী,র বাবা মরহুম হাজী আব্দুর রহমান সাহেবের রুহের মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া কামনা করে বলেন, দেশের এই সঙ্কটময় সময়ে এলাকার অসহায়দের পাশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

    তিনি বলেন, আমার সাধ্যমত এলাকার ১১শত পরিবারের মধ্যে সামান্য খাদ্যসামগ্রী বিতরণ করেছি।

    এসময় উপস্থিত ছিলেন কয়লা ব্যবসায়ী হান্নান মুন্সি,আ:লীগ হাজী আবু তালিব,ও আসমত আলী,আব্দুররুফ মেম্বর, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জবার মিয়া,আ:লীগ নেতা রমজান আলী।

    বিতারণ কালে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজটি সম্পন্ন করেন।

    আরও খবর

    Sponsered content