• লিড

    ডায়রিয়া রোগে মৃত্যুঃ দিরাইয়ে করোনা সন্দেহে লাশ দাফনে বাধা! ওসি নজরুলের আবেগঘন স্ট্যাটাস ভাইরাল

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২০ , ৮:১০:২৯ অনলাইন সংস্করণ

    ভাটি বাংলা ডেস্কঃ নারায়ণগঞ্জে কর্মরত সুনামগঞ্জের দিরাই উপজেলার ৬নং করিমপুর ইউনিয়নের শ্রী নারায়ণ পুর গ্রামের রুহেল নামের এক ব্যক্তি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলে গতকাল লাশ দাফন ও জানাজার জন্যে দিরাই’য়ে নিয়ে আসলে, সেই মৃত ব্যক্তির লাশ এলাকায় গ্রহণ ও দাফন করতে কিছু বিবেকহীন মানুষের লজ্জাজনক বিরোধিতা ও বাধা প্রদানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    সমালোচনা হচ্ছে এই অমানবিক নিষ্ঠুর মন-মানসিকতা ও সিদ্ধান্তের।
    সোশ্যাল মিডিয়ায় যে যার মতো করে মতামত ব্যক্ত করেছেন।
    সবাইকে ছাড়িয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম এর ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে।
    নিম্নে উনার স্ট্যাটাস হুবহু দৈনিক ভাটি বাংলা-র পাঠকদের জন্য তুলে ধরা হলো।
    আমরা মুসলমান হয়ে মুসলমানের লাশ দাফনে বাধা দিচ্ছি। আমরা ভূলে যাচ্ছি, একদিন আমাকেও লাশ হয়ে যেতে হবে কবর দেশে। কবরের জায়গার মালিক দাবি করছি, ভেবে দেখছেন কি? আপনার মৃত্যু কিভাবে হবে, কোথায় হবে, আপনি নিজেও জানেন না। আপনার মৃত্যু যদি হয় করোনায়, আপনার লাশ যদি পড়ে থাকে রাস্তায়, আপনার লাশ যদি আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব কেউ দেখতে না আসে, আপনার লাশ যদি দাফন করতে না দেওয়া হয়, কি হবে আপনার লাশের? সব দায়িত্ব কি পুলিশের? আমরা কি মুসলমান হিসেবে দায়িত্ব নিতে পারি না আরেক মুসলমান ভাইয়ের লাশ দাফনের।
    আপসোস আমরা মুসলমান হয়ে, দাফন করতে দিচ্ছি না আরেক মুসমান ভাইয়ের লাশ।
    প্রসঙ্গ : দিরাই করোনা সন্দেহে মৃত ব্যক্তির লাশ দাফনে বাধা।

    আরও খবর

    Sponsered content