• করোনা ভাইরাস নিউজ

    ঠাকুরগাঁও থেকে ব্যাংক কর্মকর্তাকে ফেরত পাঠালেন ইউএনও, ৫ হাজার টাকা জরিমানা

      প্রতিনিধি ১১ এপ্রিল ২০২০ , ৬:০৬:৩৯ অনলাইন সংস্করণ

    মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি।। অনুমতি না নিয়ে ঠাকুরগাঁওয়ে প্রবেশ করায় স্বপরিবারে এক ব্যাংক কর্মকর্তাকে ফেরত পাঠিয়েছে প্রশাসন। এসময় ওই ব্যাংক কর্মকর্তাকে বহনকারী মাইক্রোবাসের চালককে নগদ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার দুপুরে শহরের ইসলামবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
    জানা যায়,পার্শ্ববর্তী লকডাউনকৃত জেলা নিলফামারী থেকে উত্তরা ব্যাংকের ম্যানেজার তার পরিবারকে নিয়ে মাইক্রোবাস যোগে ঠাকুরগাঁওয়ে ইসলামবাগে ভাড়া বাসায় আসেন। বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন সদর থানা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানায়। পরে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে সরকারী আদেশ অমান্য
    করায় ওই ব্যাংক কর্মকর্তাকে তাৎক্ষণিক স্বপরিবারে ঠাকুরগাঁও ত্যাগের নির্দেশ দেন এবং তাদের বহনকারী মাইক্রো ড্রাইভারকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

    আরও খবর

    Sponsered content