প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২০ , ৮:১৯:২২ অনলাইন সংস্করণ
মাহমুদ আহসান হাবিব,ঠাকুরগাঁও প্রতিনিধি।। ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউপির বড় খোচাবাড়ী বাজারে বেশি দামে চাল বিক্রি করায় জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
বুধবার বাজারের চাল ববসায়ী রবিউল ইসলাম নামে ওই ব্যবসায়িকে ১০ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
জানা যায়, বড় খোচাবাড়ী বাজারে রবিউল নামে ওই ব্যবসায়ি অতিরিক্ত দামে চাল বিক্রি করছিল। এ সময় গ্রহীতাদের ফোন পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় সে কোন প্রকার বেশি দামে ক্রয়ের রশিদ দেখাতে না পারায় এবং চাল বেশি দামে বিক্রি করার প্রমান পাওয়া যায়। এ সময় রবিউল ইসলাম (৪২) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ও অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মোতুর্জা উপস্থিত ছিলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান কোন ব্যবসায়ি জনসাধারণের কাছে বেশি দামে খাদ্য দ্রব্য বিক্রি করলে তাৎক্ষনিক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।