• সুনামগঞ্জ

    জগন্নাথপুর পৌরসভা ও হাসপাতালে হাত ধোয়ার জন্য বেসিন উদ্বোধন

      প্রতিনিধি ৫ এপ্রিল ২০২০ , ১১:১৩:৪১ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হাত ধোয়ার পানির ট্যাপ উদ্বোধন করা হয়েছে।

    মরনব্যাধী করোনাভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর হাসপাতালের সামনে হাত ধোয়ার জন্য স্থাপন করা পানির ট্যাপ আজ ৫ই এপ্রিল রোজ রবিরার সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা ডাক্তার মধু সুদন ধর, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রব সরকার প্রমুখ।
    এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা তাকার জন্য জগন্নাথপুর পৌরসভার সামনে হাত মুখ ধোয়ার জন্য বেসিন উদ্বোধন করেছেন জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র জনাব শফিকুল হক শফিক জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ রেজাউল করিম রিজু মিয়া, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না প্রমূখ।

    আরও খবর

    Sponsered content