• করোনা ভাইরাস নিউজ

    জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এর ১৫০০ পরিবারে ত্রান বিতরণ

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২০ , ২:২৩:৫৮ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জে করোনাভাইরাসে লকডাউন চলাকালীন মধ্যবিত্ত, দিনমজুর হত-দরিদ্রদের অন্ন সংস্থানের লক্ষে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর অর্থায়নে ১৫০০ টি পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

    দেশব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম বন্ধ করার ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর হত-দরিদ্র ও মধ্যবিত্ত জনসাধারণ । এই দুর্যোগময় মুহূর্তে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সহায়তা দেয়ার লক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনাক্রমে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর অর্থায়নে দেওয়া খাদ্য সামগ্রী ২৪ শে এপ্রিল রোজ শুক্রবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন এর সার্বিক তত্বাবধানে জগন্নাথপুর পৌর এলাকা ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১৫০০( পনেরো শত) হত-দরিদ্র, দিন মজুর ও মধ্যবিত্ত মানুষের মাঝে জনপ্রতি ৫ কেজি চাউল,১ কেজি ছানা, ১ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও ১ টি সাবান বিতরন করা হয়েছে।
    ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক করোনা ভাইরাসের কারণে স্থগিত জগন্নাথপুর পৌর সভার উপনির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক এর প্রার্থী রাজু আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আছকির আলী সাবেক চেয়ারম্যান,জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারজানা আক্তার, জগন্নাথপুর উপজেলা বিএনপি’র প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য মিরপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এমএ নুর, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ডাক্তার রাজা মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য কলকলিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি কামরুজ্জামান মিয়া, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখলুর করিম, জগন্নাথপুর উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলি লখন, জগন্নাথপুর উপজেলা বিএনপি’র সদস্য আবুল লেইছ। জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী হারুনুজ্জামান, জগন্নাথপুর পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, পৌর বিএনপি নেতা হাজী নিজাম, বারিক মিয়া, শিশু মিয়া, ফারুক আহমদ, হাবিব আহমদ, সমির উদ্দিন জালাল আহমদ, আব্দুল কাইয়ুম। সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য আবুল হাশিম ডালিম,, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী সোহেল আহমদ খান টুনু, সুনামগঞ্জ জেলা যুবদলের সদস্য শামীম আহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা পাটলি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল বক্স, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা সৈয়দ মিজান, জগন্নাথপুর পৌর যুবদল নেতা তারেক আহমদ, বেলাল আহমদ, হোসেন আহমদ, ডালিম আহমদ, লালম আহমদ, শাহিন আহমদ। সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সদস্য নূরুল আমিন,সুনামগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বাবুল খান মুন্না, জগন্নাথপুর উপজেলা ছাত্রদল নেতা আবুল হাসনাত আমির, পারভেজ আহমদ তালুকদার, শাকিল আহমেদ ও জগন্নাথপুর পৌর ছাত্রদল নেতা জাকারিয়া আহমদ ইমন প্রমূখ।

    আরও খবর

    Sponsered content