• সারাদেশ

    জগন্নাথপুর উপজেলা পরিষদের উদ্যোগে হত-দরিদ্রদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান

      প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ৬:২৬:১৩ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনাভাইরাসে লকডাউন চলাকালীন বিভিন্ন শ্রেনী পেশার লোকজন এর অন্ন সংস্থানের লক্ষে জগন্নাথপুর উপজেলা পরিষদ এর উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে ।

    দেশব্যাপী মরনব্যাধী করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম বন্ধ করার ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। সরকারি নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের খাদ্য সহায়তা দেয়ার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ এর উদ্যোগে ২২ শে এপ্রিল রোজ বুধবার উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক হত-দরিদ্র, দিন মজুর মানুষের মাঝে জনপ্রতি এক হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আতাউর রহমান ।
    আর্থিক সহায়তা প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম প্রমুখ।

    আরও খবর

    Sponsered content