• করোনা ভাইরাস নিউজ

    জগন্নাথপুরে সাংবাদিকদের পিপিই প্রদান করেছেন ব্যবসায়ী রাজন চন্দ্র দাশ

      প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২০ , ১:৪৮:১৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনাভাইরাস থমকে আছে সারা বিশ্ব। এই দুর্যোগময় মুহূর্তে সাংবাদিকদের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদে পিপিই প্রদান করেছেন জগন্নাথপুর বাজার এর ব্যবসায়ী রাজন চন্দ্র দাশ।

    মরনব্যাধী করোনাভাইরাস এর ভয়াল থাবায় থমকে গেছে সারা বিশ্ব। বাংলাদেশও দিন দিন ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাস সংক্রামন । এই দুর্যোগময় পরিস্থিতি বিবেচনায় নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সকল শ্রেনী পেশার মানুষ। পেশাগত দায়িত্ব পালনে অনেকেই আতঙ্কিত। এমন পরিস্থিতিতে ঘরে বসে থাকবে না সাংবাদিকরা।
    তাই সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিরাপত্তার লক্ষে পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) উপহার দিলেন জগন্নাথপুর বাজার এর ব্যবসায়ী ও বাসুদেব বাড়ি ক্রিকেট ক্লাব এর ম্যানেজার উজ্জ্বল গার্মেন্টস এর স্বত্ত্বাধিকারী রাজন চন্দ্র দাশ।২৬ শে এপ্রিল রোজ রবিবার দুপুরে জগন্নাথপুর পৌর সদরে ব্যবসায়ী রাজন চন্দ্র দাশ এর পক্ষে জগন্নাথপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ জহিরুল ইসলাম লাল মিয়া সাংবাদিকদের হাতে রাজন চন্দ্র দাশ এর দেওয়া পিপিই তুলে দিয়েছন।
    এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেস ক্লাব এর সহ সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক রিয়াজ আহমদ, দৈনিক দিনকাল পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক শ্যামল সিলেট ও সুনামগঞ্জ ডাকের জগন্নাথপুর প্রতিনিধি গোলাম সারোয়ার, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জগন্নাথপুর উপজেলা শাখার যুগ্ম আহবায়ক ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল সহ দৈনিক আগামীর সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির ফরীদি , দৈনিক যায়যায়দিন ও দৈনিক সুনামগঞ্জের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জুয়েল আহমদ, ক্রাইম নিউজ অনলাইন পোর্টালের জগন্নাথপুর প্রতিনিধি সুজাত আলী, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকা ও সিলেট প্রতিদিন অনলাইন পোর্টালের জগন্নাথপুর প্রতিনিধি দুলন মিয়া।
    এ ব্যাপারে জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি মোঃ জহিরুল ইসলাম লাল বলেন, দেশে করোনাভাইরাস এর প্রাদুর্ভাব ব্যাপক ভাবে বেড়েই চলছে । এ সময় গণমাধ্যমের দায়িত্ব বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে সংবাদ সংগ্রহের জন্য নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত ছিলাম। ব্যবসায়ী রাজন চন্দ্র দাশ আমাদের পিপিই দিয়ে এক অনন্য দৃষ্টান্ত করছেন। সারা দেশে এখন করোনা আতঙ্ক বিরাজ করছে। তবে আতঙ্ক যতই হোক গণমাধ্যমকর্মীদের বসে থাকার সুযোগ নেই। এমন পরিস্থিতিতে উপজেলার কর্মরত সাংবাদিকদের জন্য নিরাপত্তা সরঞ্জাম বিতরণ এর বিষয়টি সত্যিঔ প্রশংসনীয়।
    এছাড়াও জগন্নাথপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সহকারী পুলিশ সুপার, পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কর্মকর্তা কার্যালয়ে, জগনাথপুর থানা অফিসার ইনচার্জ সহ থানার পুলিশ, ট্রাফিক সার্জন সহ আরো অনেককে পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুইপমেন্ট (পিপিই) উপহার দিয়েছেন এই ব্যবসায়ী।

    আরও খবর

    Sponsered content