• করোনা ভাইরাস নিউজ

    জগন্নাথপুরে মাঠপর্যায়ে জনগণকে সচেতন যেয়ে এক স্বাস্থ্যকর্মী নিজেই করোনা আক্রান্ত!

      প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২০ , ২:০৫:১০ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত বলে আরো এক স্বাস্থ্য কর্মী সনাক্ত হয়েছেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।

    জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী ৩৫ বছর বয়সী রাইজুল (ছদ্মনাম) করোনাভাইরাস সংক্রমণ নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত ২৪ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। ২৮ শে এপ্রিল প্রতিবেদন পাওয়ায় করোনা পজিটিভ বলে নিশ্চিত হওয়া গেছে।
    তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
    জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুদন ধর স্বাস্থ্য কর্মী শনাক্ত হওয়ায় সত্যতা নিশ্চিত করে জানান, করোনাভাইরাস সংক্রমণ নিয়ে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে স্বাস্থ্য কর্মী আক্রান্ত হয়েছেন। যার বয়স ৩৫ বছর। গত ২৪ এপ্রিল তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছিল। আজ প্রদিবেদন পাওয়ায় করোনা পজিটিভ বলে নিশ্চিত হই। আমরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দিচ্ছি।
    জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহ্ফুজুল আলম মাসুম বলেন, করোনাভাইরাস সংক্রমনে চিকিৎসা জনিত কাজ করতে গিয়ে স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। আমরা করোনাভাইরাস সংক্রম থেকে বাঁচতে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখার পাশাপাশি ঘরে থাকার আহ্বান জানাচ্ছি।
    উল্লেখ্য, চলতি সপ্তাহে জগন্নাথপুরের আরো দুই তরুণের করোনা পজেটিভ প্রতিবদেন পাওয়ার পর তাঁদের মধ্যে একজনকে সিলেটের শহীদ সামছুদ্দিন হাসাপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপরজনকে তার নিজ বাড়ীতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

    আরও খবর

    Sponsered content