প্রতিনিধি ৮ এপ্রিল ২০২০ , ১০:৫০:০৪ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনা ভাইরাস প্রতিরোধে গণপরিবহন বন্ধ থাকলেও জগন্নাথপুরে সিএনজি, এইচপাওয়ার ও অটোরিক্সাটমটম) মত গণপরিবহন চলাচল করছে অহরহ।
মরনব্যাধী করোনাভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গণপরিবহন (যাত্রীবাহী বাস-মিনিবাস ও লেগুনা (টমটম) চলাচল না করলেও উপজেলা সদর ব্যাতিত প্রায় সব জায়গাতে অবাধে চলছে যাত্রীবাহী সিএনজি, এইচপাওয়ার ও অটোরিক্সার (টমটম) মত গণপরিবহন।
আজ ৮ ই এপ্রিল রোজ বুধবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখাযায়, জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজার, রাণীগঞ্জ বাজার, কলকলিয়া বাজার ও সাদিপুর পয়েন্টে সারিবেধে যাত্রীরা উঠানামা করছেন। এমনকি এই সকল এলাকার ছোট -বড় সড়ক গুলোতে ঐ সকল ছোট ছোট যানবাহন গুলো গাদাগাদি করে যাত্রী নিয়ে এক স্থান হতে অন্য স্থানে অবাধে যাতায়াত করছে।
এব্যাপারে একাধিক গাড়ীর চালকদের সাথে আলাপকালে বলেন, হৃদয়ে করোনা ভয় তবুও গাড়ী নিয়ে রাস্তায় নামতে হয়।অর্ধাহারে -অনাহারে পরিবারের লোকজন নিয়ে দিনাতিপাত করছি।যাত্রী তেমন পাওয়া যায়না।কোনোভাবে বেঁচে আছি। এক প্রশ্নের জবাবে তারা বলেন, পেঠে ভাত না থাকলে যা হয় আর কি? পেঠের দায়ে করোনার ভয় নিয়ে রাস্তায় বের হয়েছি। নিষেধাজ্ঞার কথা জিজ্ঞেস করলে বলেন পুলিশ আসলে অন্যদিক গিয়ে লুকিয়ে যাই পরে স্টেন্ডে এসে যাত্রী নেই।