• করোনা ভাইরাস নিউজ

    জগন্নাথপুরের মইয়ার হাওরে ধান কাটলেন যুবলীগ ও ছাত্র লীগ নেতৃবৃন্দ

      প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২০ , ৫:৩৪:০২ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ মরনব্যাধী করোনাভাইরাস এর প্রাদুর্ভাব ও সঙ্কটকালীন সময়ে করোনাকে ভয় নয়! জয় করতে হাওরে গরিব চাষীদের ধান কাটার শ্রমিক সঙ্কট মোকাবেলায় জগন্নাথপুর পৌর যুবলীগ ও উপজেলা ছাত্রলীগ এর পৃথক উদ্যোগে কৃষক এর ধান কেটে দিয়েছে নেতা-কর্মীরা।

    সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে ২৩ শে এপ্রিল প্রান্তিক চাষী সিরাজ মিয়া, শহীদ মিয়া ও সুজন মিয়া’র ৫বিঘা জমির পাকা ধান কেটে দিয়েছে জগন্নাথপুর পৌর যুবলীগ ও উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
    এসময় তাদের সাথে একাত্বতা ঘোষনা করে কাঁচি হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম ধান কাটায় যোগ দেন।এই দিন সকাল থেকে বিকাল পর্যন্ত ধান কাটায় অংশ গ্রহন করেন, জগন্নাথপুর পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, আবুল ফজল, রাসেল আহমদ, আব্দুল কাদির, সুমন মিয়া, আজাদ মাহমুদ, সুমন আহমদ, জাকারিয়া, জামাল আহমদ।
    অপর দিকে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না, সহ-সভাপতি কল্যাণ কান্তি রায় সানি ও সাধারণ সম্পাদক শাহ্ রুহেল নেতৃত্বে ধান কাটায় ছাত্রলীগ নেতা-কর্মীরা অংশ গ্রহন করেন।

    0Shares

    আরও খবর

    Sponsered content