প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২০ , ৯:১০:৩৯ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত বলে প্রথমবারের মতো এক যুবক সনাক্ত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওস্থানীয়
জানাযায় , সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নাদামপুর গ্রামের রিমন (ছদ্মনাম) নামক ১৮ বছর বয়সী এক যুবক বিগত ১৭ই এপ্রিল নারায়নগঞ্জ থেকে পরিবারের ১৩ সদস্য নিয়ে নিজ গ্রামে এসেছিলেন। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর এর নেতৃত্বে এক দল স্বাস্থ্য কর্মী ১৯ শে এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পেরন করেন। আজ ২৩ শে এপ্রিল প্রতিবেদন আসে ঐ করোনা পজিটিভ। এরই পরিপেক্ষিতে আজ দুপুরে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ইয়াসির আরাফাত নাদামপুর গ্রামে পৌঁছেন এবং ঐ যুবককে চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে পাঠানোর পাশা-পাশি নাদামপুর ও ফরিদপুর গ্রামের ১৫০ বাড়ী লকডাউন করেছেন।
এ সময় স্বাস্থ্য ও প্রশাসনিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) (ভূমি) নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ ইয়াসির আরাফাত জানান,করোনা পজিটিভ সনাক্তের খবর পেয়ে ঘটনাস্হলে গেলে ঐ তরুণ দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমরা মাইকিং করে এলকার লোকজন কে বুঝিয়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসি। দুই গ্রামের ১৫০ বাড়ি লকডাউনের করেছি। ঐ এলাকার প্রত্যেক ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মধু সুধন ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার নাদামপুর গ্রামের ১৮ বছর বয়সী এক যুবক করোনাভাইরাস আক্রান্ত। তাকে চিকিৎসার জন্য সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এবং দুইটি গ্রামের ১৫০ বাড়ী লকডাউন করা হয়েছে।