• সুনামগঞ্জ

    ছাতকে দূর্বৃত্তের দেয়া আগুনে গবাদিপশুসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২০ , ৯:০৩:৩৫ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের ছাতকে দূর্বৃত্তদের দেয়া আগুনে গোবাল ঘরে গবাদিপশু ও আসবাবপত্র পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ৬ এপ্রিল সোমবার রাতে উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের বানায়ত গ্রামের মৃত খলিলুর রহমান এর পুত্র সাবেক ইউপি সদস্য মোজাহিদ আলী,হাজী আব্দুনুর,আব্দুল মালেক,আবুল কালাম, বাবুল মিয়ার গোবাল ঘরে রাতের আধারে কে বা কারা আগুন ধরিয়ে দেয়।ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন হঠাৎ অনুমান রাত ১ টায় গোবাল ঘরে আগুন অনুভব করলে পরিবারের লোকজনের হাক ডাকে পাড়া প্রতিবেশী লোকজন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। খবর নিয়ে জানা যায় ৬টা গাভী, ৪ টা বাছুর,১টা ষাড় পুড়ে গেছে।

    খবর পেয়ে জাউয়া বাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন, এস আই বাছু মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    আরও খবর

    Sponsered content