• ত্রাণ বিতরণ

    গৌরারং ইউনিয়নে যুব সমাজের নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ

      প্রতিনিধি ৪ এপ্রিল ২০২০ , ৫:৫৭:৪২ অনলাইন সংস্করণ

    বিশেষ প্রতিনিধি:মরণব্যাধি নোভেল করোনা ভাইরাস মোকাবেলায় দেশের সংকটকালীন সময়ে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে যুব সমাজের নিজস্ব অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
    আজ (০৪ এপ্রিল )শনিবার বেলা ২টায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের একাধিক গ্রামের প্রায় ১৮০জন পরিবারের মাঝে আটা,ডাল,আলু, তৈল, পিঁয়াজ, সাবান ও লবন বিতরণ করা হয়। খাদ্য বিতরনে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদ,সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলার উপদেষ্টা রুকন উদ্দিন রাজু,গৌরারং ইউনিয়নের যুব সমাজ সেবক,মো.সালেক মিয়া, বিশ্বজিৎ দাস,নাজিম উদ্দিন,কালন দাস,সাজিদ মিয়া,আক্তার মিয়া,ছাদিকুর রহমান,সামছু উদ্দিন, আলীম উদ্দিন,তাজঁ উদ্দিন,টকুন দাস,প্রমুখ। অনলাইন প্রেসক্লাবের সভাপতি এ কে মিলন বলেন, সাধারণ অস্বচ্ছল,কর্মহীন মানুষের কথা বিবেচনা করে গৌরারং যুবসমাজ আজ যে উদ্যোগ গ্রহন করেছে তা সত্যিই প্রশংসনীয় তা যেন সব সময় অব্যাহত থাকে।এ সময় তিনি আরো বলেন,দেশের সংকটকালীন সময়ে ধনি ব্যক্তিরা নিজের এলাকাতে এমন উদ্যোগ নেন তাহলে করোনা প্রতিরোধে ঘরবন্দী থাকতে সাধারণ জনতার কষ্ট হবেনা,দুমুঠো ডাল ভাত খেয়ে সংকটকালীন সময় পার করতে পারবে।এ সময়,মরণব্যাধি নভেল করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক পরামর্শও দেন তিনি

    আরও খবর

    Sponsered content