প্রতিনিধি ৫ এপ্রিল ২০২০ , ৬:৪৪:১৬ অনলাইন সংস্করণ
ওহিদুল ইসলাম কানাইঘাট প্রতিনিধিঃ আজ শনিবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কানাইঘাট বাজার ও সুরইঘাট বাজারে অভিযান চালিয়ে সরকারি নির্দেশ অমান্য করায় মৎস্য ব্যবসায়ী, কাঁচাবাজার ব্যবসায়ী সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬৫০০/-টাকা মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেন নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট বারিউল করিম, ম্যাজিস্ট্রেট মিজবাহ উদ্দিন ১৮০০/-টাকা জরিমানা করেন | কানাইঘাট বাজারের জব্দকৃত মাছগুলো উপজেলার দুটি এতিমখানা হস্তান্তর করা হয় |
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে জনসাধারণকে সচেতন করার জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইন মেনে চলার জন্য কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান মাঠ পর্যায়ে কঠোর তৎপর হয়ে উঠেছেন।
জনসাধারণ যাতে করে সরকারি বিধি মেনে চলেন এজন্য উপজেলার হাট-বাজার গুলোতে অভিযান জোরদার করা হয়েছে।
নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান বলেন, সরকারি নির্দেশনা যারা মানবেন না, তাদের বিরুদ্ধে আমরা আরো কঠোর হবো। যেসব ব্যবসা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের পর খোলা রাখবে তাদের বিরুদ্ধে সাজা শাস্তির ব্যবস্থা নেয়া হবে। আমাদের সবাইকে মনে রাখতে করোনা ভাইরাস একটি প্রাণঘাতি মহামারী। নিজেদের জীবন রক্ষার জন্য একেবারে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।