প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২০ , ৯:৪১:৫৫ অনলাইন সংস্করণ
ওহিদুল ইসলাম,কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট সদর ইউনিয়নে অবস্থানরত প্রায় অর্ধশত হতদরিদ্র মানুষকে ২য় বারের মতো তিন দিনের খাদ্যসামগ্রী প্রদান করেছে নেপচুন স্টুডেন্ট এসোসিয়েশন (এনএসএ) নামের সামাজিক সংগঠন।।
রবিবার (১২ এপ্রিল) সদর এলাকায় সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে ও কয়েকজন বৃত্তবানের সহায়তায় ২য় বারের মতো প্রায় অর্ধ শত মানুষের মধ্যে ডাল,আলু,পিয়াজ, লবণ, তেল বিতরণ করা হয়।
এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন শাকিল বলেন , গত ৩১ মার্চ আমরা নিজস্ব অর্থায়নে প্রায় অর্ধশত পরিবারকে ৩ দিনের খাদ্য সহায়তা করি। আমাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান সমাজের অনেকেই এবং সহায়তার হাত বাড়িয়ে দেন। আমাদের পক্ষ থেকে তাদের কে আন্তরিক ধন্যবাদ জানাই।
এসময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক মকসুদুর রহমান বলেন, জাতীয় এ সংকটে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন গুলোকে হতদরিদ্রদের পাশে থাকতে হবে। সমাজের বিত্তবানরা নিজ নিজ বাড়িতে থেকে সামাজিক সংগঠন গুলোর সাথে যোগাযোগ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। পবিত্র রমজান মাস শুরুর আগে এসোসিয়েশন এর পক্ষ থেকে বড় পরিসরে ত্রান বিতরণের আশ্বাস দেন তিনি।
বিতরণ কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব ইমরানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মকসুদুর রহমান, কোষাধ্যক্ষ মাহবুবুল আলম, প্রচার সম্পাদক আব্দুল বাছিত, উপ-প্রচার সম্পাদক রেজাউল কবির, ত্রাণ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক রুবেল আহমদ প্রমুখ।