• করোনা ভাইরাস নিউজ

    করোনা সন্দেহে ভারসাম্যহীন বৃদ্ধা মহিলাকে নিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ

      প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২০ , ১:৪৯:৩৩ অনলাইন সংস্করণ

    শাল্লা প্রতিনিধি– সুনামগঞ্জের শাল্লায় “করোনা সন্দেহে বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দিয়েছে ছেলেরা” এমন শিরোনামে জাতীয় ও স্থানীয় বেশ কয়েকটি অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশ হয়। সাথে সাথে সংবাদের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। আসলে ঘটনাটি এমন নয়। এর আগেও বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ রয়েছে তার ছেলেদের বিরুদ্ধে।

    খোঁজ নিয়ে জানা যায়, ওই বৃদ্ধা ভারসাম্যহীন। তিনি একজন ভারসাম্যহীন মহিলা যা সংবাদটির তথ্যদাতা সাংবাদিক জয়ন্ত সেন নিজেও জানতেন।

    উপজেলার ২নং হবিবপুর ইউনিয়নের ২নং ওংয়ার্ডের নিয়ামতপুর গ্রামে সরজমিনে গেলে গ্রামবাসি জানান, ওই মহিলার নাম অমত্য বালা দাস। তার ছেলেরা তাকে আগেও অনেক বার বাড়ি থেকে বের করে দিয়েছে। ওইসময় বৃদ্ধার ছোট পুত্রবধু বীনা রাণী দাস বলেন আমরা তাকে ঘর থেকে বের করে দেই নাই। অনেক সময় তিনি ইচ্ছে করেই বাইরে থাকেন।

    বৃদ্ধা অমত্য বালা একজন ভারসাম্যহীন বলে জানান এলাকাবাসি। তারা আরো জানান ওই বৃদ্ধা কখন কি বলেন, কিছুই মনে থাকে না। তার কথার উপর সংবাদ করা ঠিক হয়নি।

    এবিষয়ে হবিবপুর ইউপি,র সংরক্ষিত মহিলা মেম্বার জ্যোৎ¯œা রাণী দাস বলেন, তিনি সত্যিকারই একজন ভারসাম্যহীন মহিলা। কখন কি বলেন ঠিক নেই। তাছাড়া তার ছেলেরা তাকে দেখাশুনাও করে না।

    এব্যাপারে ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ মজুমদার বকুলের সাথে কথা হলে তিনি জানান আমি খোঁজ নিয়েছি, বিষয়টি করোনা সংক্রান্ত নয়। মহিলাটি ভারসাম্যহীন। তার কথায় সংবাদ প্রকাশ করা ঠিক হয়নি। বর্তমান করোনা পরিস্থিতিতে বিষয়টি আমাদেরকে বিভ্রান্তিতে ফেলেছে।

    এবিষয়ে উপজেলা  চেয়ারম্যান চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, আমি সংবাদটি দেখেই মহিলার জন্য ত্রাণ পাঠিয়েছি। আসলে ঘটনাটি করোনা সংক্রান্ত নয়। এমন সংবাদ প্রকাশ করে গুজব সৃষ্টি করা ঠিক হয়নি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মুক্তাদির হোসেনের মুঠোফোনে কথা হলে তিনি বলেন, খবর পেয়ে আমি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারকে পাঠিয়েছি। তারা জানিয়েছেন বিষয়টি করোনা সংক্রান্ত নয়। পারিবারিক কলহ থেকে বৃদ্ধাকে তার ছেলেরা ঘর থেকে বের করে দিয়েছে।

    আরও খবর

    Sponsered content