প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২০ , ১২:০৬:১৭ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ জগন্নাথপুর সদর বাজার এর খুচরা সকল সবজি বাজার ইকড়ছই মাদ্রাসা মাঠে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উপজেলার পরিষদ এর সমন্বয় সভায় ।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন এর উদ্যোগে করোনভাইরাস প্রতিরোধ কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এক মতবিনিময় সভা ১৯ শে এপ্রিল রোজ রবিবার উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে উক্ত সমন্বয় সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শওকত ওসমান মজুমদার, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক জহির উদ্দিন,জগন্নাথপুর পৌর সভার কাউন্সিলর সুহেল আহমদ ও শিক্ষক সাইফুল ইসলাম রিপন প্রমুখ।
সভায় করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার লক্ষে সামাজিক দুরত্ব বজায় রেখে ক্রয়-বিক্রয়ে জন-স্বার্থে জগন্নাথপুর সদর বাজার পাইকারি ৭টি সবজি দোকান ১টা পর্যন্ত খোলা রেখে অন্য সকল খুচরা সবজি বাজার ইকড়ছই মাদ্রাসা মাঠ ও স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক জাহির উদ্দিন জানিয়েছেন । সরকারী বিধি মোতাবেক নিত্যপ্রয়োজনীয়, কৃষিপণ্য ও ঔষুধের দোকান ব্যতীত যে সকল দোকান লুকোচুরি করে খোলা রেখে ব্যবসা পরিচালনা করা হয় তাদের বিরুদ্ধে আর্থিক জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সকল কার্যক্রম তদারকি ও বাস্তবায়নের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। সভায় হাওরের পাকা ধান কাটার বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্তগুলো হচ্ছে, স্থানীয় শ্রমিকদের কাজে লাগানো বিশেষ অটোরিকশা,টমটমসহ বিভিন্ন শ্রেণি-পেশার কর্মহীন মানুষদেরকে ধান কাটার কাজে লাগানোর জন্য উদ্বুদ্ধ করা ও তাদের ত্রাণ সহায়তা প্রদান,এছাড়া অন্যান্য এলাকার শ্রমিকরা যাতে নির্বিঘ্নে আসতে পারে সেজন্য প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি সভায় জানানো হয় কৃষকদের জমির ৮০ শতাংশ ধান পেকে গেলে দ্রুত কেটে ফেলার জন্য প্রতিটি মসজিদে বার বার মাইকিং করে দ্রুত ধান কাটার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানানোর সিদ্ধান্ত গ্রহণ করা হযেছে।