প্রতিনিধি ৮ এপ্রিল ২০২০ , ৩:২১:৪৯ অনলাইন সংস্করণ
মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণ এড়াতে জগন্নাথপুরের পল্লীতে এবার গন্ধবপুর গ্রামের বাসিন্দারা স্বেচ্ছায় গ্রামের প্রবেশ পথ বন্ধ করে লকডাউন করেছেন ।
জানাযায়, বিশ্ব কাঁপানো মরনব্যাধী করেনাভাইরাস এর সংকট মোকাবেলায় নিজেদের এবং অন্যদের সুরক্ষা কল্পে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গন্ধবপুর গ্রামের লোকজন ৮ ই এপ্রিল রোজ বুধবার স্বেচ্ছায় গ্রামটি লকডাউন করেছেন। গ্রামের সব প্রবেশদ্বারে বাঁশ দিয়ে প্রতিরোধ গড়ে তোলে প্রবেশ পথ বন্ধ করে দিয়েছেন গ্রামবাসী।
গন্ধবপুর গ্রামের বাসিন্দা মোতাহির আলী সহ একাধিক ব্যক্তি জানান, গ্রামের চারটি প্রবেশ পথে আমরা বাঁশের বেড়িকেট দিয়েছি। যাতে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের না হন। এছাড়াও আত্বীয় স্বজনদের বাড়ীতে যাওয়া আসা বন্ধ রয়েছে। তিনি বলেন সরকারের সিদ্ধান্ত মানার পাশাপাশি আমাদের গ্রামবাসীর সিদ্ধান্তে গ্রামে লকডাউন চলবে।গ্রামের খেটে খাওয়া দরিদ্র শ্রেণির মানুষের ঘরে ঘরে গ্রামবাসীর অর্থায়নে খাবার পৌঁছে দেওয়া হবে । গ্রামের কারো নিত্য প্রয়োজনীয় পন্যের দরকার হলে আমরা তাদের ঘরে পৌঁছে দেওয়ারও ব্যবস্হা করা হয়েছে ।
এব্যাপারে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন,রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে স্বেচ্ছায় লকডাউন শুরু হয়েছে আশা করি পর্যায়ক্রমে ইউনিয়নের সকল গ্রাম লকডাউন হবে।
উল্লেখ্য, গত ৭ ই এপ্রিল রোজ মঙ্গলবার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বাঘময়না গ্রামের লোকজন স্বেচ্ছায় গ্রামটি লকডাউন করেছেন।