• লিড

    করোনা সংক্রমণ প্রতিরোধে বিধিনিষেধ বাস্তবায়নে জগন্নাথপুর ও ছাতক এর এএসপি হার্ডলাইনে

      প্রতিনিধি ১১ এপ্রিল ২০২০ , ৬:২১:৫০ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনাভাইরাস প্রতিরোধে সুনামগঞ্জের জগন্নাথপুর এর এএসপি মাহমুদুল ও ছাতক এর এএসপি বিল্লাল বিরামবিহীন ভাবে হার্ডলাইনে কাজ করছেন।

    মরনব্যাধী করোনাভাইরাস এর প্রাদুর্ভাবের মধ্যে দেশের আইন শৃংখলা পরিস্থিতি নিকট অতীতের যে কোন সময়ের চেয়ে স্বাভাবিক থাকলেও স্বস্তিতে নেই আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। বরং
    বিরামহীন ভাবে চলছে তাদের কর্মযজ্ঞ। দেশের এমন সংকটময় মুহূর্তে গতানুগতিক আইন শৃংখলা রক্ষার পাশা-পাশি তারা সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টাইন নিশ্চিত সহ মানবিক নানান কর্মকাণ্ডে ব্যস্ত রেখেছেন নিজেদেরকে।আপনি ঘরে থাকুন, সচেতন থাকুন, নিজে বাঁচুন-পরিবার বাঁচান, দেশ বাঁচান এই প্রতিপাদ্য সামনে রেখে প্রতিদিন দেশের প্রত্যেক স্থানে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনি।
    এরই ধারাবাহিকতায় প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রামন প্রতিরোধে হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার স্বার্থে ১০ ই এপ্রিল রোজ শুক্রবার দিবাগত রাত অবধি ছাতক এবং দক্ষিন সুনামগঞ্জ সীমান্ত এলাকায় যৌথভাবে দিন- রাত যানবাহন চেকিং সহ অভিযান পরিচালনা করেছেন সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী ও সহকারী পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন।
    এসময় উপস্থিত ছিলেন ছাতক থানার ইন্সপেক্টর তদন্ত মইন উদ্দিন সহ এসআই হাবিবুর রহমান পিপিএম সহ একদল পুলিশ।

    আরও খবর

    Sponsered content