• লিড

    করোনা প্রতিরোধে চোর পুলিশ খেলা বন্ধ করতে জনগণকে আহ্বান হাবিবুর রহমান -পিপিএম এর

      প্রতিনিধি ১১ এপ্রিল ২০২০ , ১:২১:০৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণ সচেতনতায় চোর পুলিশ খেলা বন্ধ করতে জনগণের প্রতি আহবান জানিয়েছেন ছাতক থানার এসআই মোঃ হাবিবুর রহমান -পিপিএম।

    মরনব্যাধী করোনাভাইরাস এর প্রাদুর্ভাবের মধ্যে দেশের আইন শৃংখলা পরিস্থিতি নিকট অতীতের যে কোন সময়ের চেয়ে স্বাভাবিক থাকলেও স্বস্তিতে নেই আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। বরং বিরামহীন ভাবে চলছে তাদের কর্মযজ্ঞ। দেশের এমন সংকটময় মুহূর্তে গতানুগতিক আইন শৃংখলা রক্ষার পাশা-পাশি তারা সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টাইন নিশ্চিত সহ মানবিক নানান কর্মকাণ্ডে ব্যস্ত রেখেছেন নিজেদেরকে।আপনি ঘরে থাকুন, সচেতন থাকুন, নিজে বাঁচুন-পরিবার বাঁচান, দেশ বাঁচান এই প্রতিপাদ্য সামনে রেখে প্রতিদিন দেশের প্রত্যেক স্থানে কাজ করে যাচ্ছে পুলিশ বাহিনী।
    এরই ধারাবাহিকতায় প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রামন প্রতিরোধে হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রাখার স্বার্থে মরনব্যাধী করোনা ভাইরাস এর আক্রমণ থেকে মা-বাবা, ছেলে মেয়ে, পাড়া- প্রতিবেশী, আত্মীয় -স্বজন তথা দেশ- জাতিকে রক্ষাকল্পে একান্ত জরুরী প্রয়োজন ব্যাতীত বাড়ীর বাহিরে বের না হওয়া জন্য এমনকি অযথা ঘোরাফেরা না করে সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্য জনসাধারণের প্রতি আকুল আবেদন জানিয়েছেন সুনামগঞ্জের শিল্প নগরী ছাতক থানার এসআই মোঃ হাবিবুর রহমান – পিপিএম। তিনি আরো বলেন, পুলিশ দেখে দৌড়ে চলে যাওয়া, পুলিশ চলে গেলে আবার রাস্তায়, বাজারে দাড়িয়ে থাকা, বসে আড্ডা দেওয়া,এই চোর পুলিশ খেলা বন্ধ করুন এখনো সময় আছে, নিজ বাসায় থাকুন,নতুবা করোনাভাইরাস আপনার সাথে আপনার বাসায় চলে যাবে, তখন আপনী সহ আপনার ছেলে মেয়ে ,বাবা,মা সহ আপনার আত্বীয় স্বজন আক্রান্ত হবে। তখন আপনার কিছুই করার থাকবে না। প্লিজ প্লিজ প্লিজ আপনারা সবাই ঘরে থাকুন, আমরা পুলিশ বাহিনী মাঠে আছি। আল্লাহ হেফাজতের মালিক।

    আরও খবর

    Sponsered content