• লিড

    করোনা উপসর্গঃ শাল্লা থেকে ৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২০ , ১০:৪৫:৪৫ অনলাইন সংস্করণ

    শাল্লা প্রতিনিধিঃ করোনা ভাইরাসের উপসর্গ থাকায় শাল্লা উপজেলা থেকে ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।
    তবে লোকবল না থাকায় ঠিকমত নমুনা করা যাচ্ছে না বলে জানান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম।

    উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও, সুলতানপুর ও শান্তি নগড় থেকে করোনাভাইরাস আছে কি না তা জানার জন্য জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

    শাল্লা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, করোনা উপসর্গ থাকায় আমরা মেডিকেল টিম পাঠিয়ে ২ জন এবং গতকাল করোনা উপসর্গ নিয়ে যে শিশুটি মারা গেছে তার দুই মামার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে।

    আরও খবর

    Sponsered content