• প্রবাস বাংলা

    করোনা আক্রান্ত হয়ে স্পেনের বার্সেলোনায় সুনামগঞ্জের এক প্রবাসীর মৃত্যু

      প্রতিনিধি ৬ এপ্রিল ২০২০ , ৮:৩৪:৩০ অনলাইন সংস্করণ

    প্রবাস বাংলা ডেস্কঃ চীনের ইহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী কোভিড-১৯ নোভেল করোনাভাইরাস বাংলাদেশে মৃতের সংখ্যা ১২-১৩ জন হলেও বিশ্বময় ছড়িয়ে থাকা শতাধিক অভিবাসী বাংলাদেশি ইতিমধ্যে প্রাণ হারিয়েছে।
    স্পেনের বার্সেলোনার সান্তাকোলমায় আব্দুস শহিদ (৫৭) নামে এক বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
    মৃত আব্দুস শহিদের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক থানায়।
    আজ স্পেনের স্থানীয় সময় ৬/৪/২০২০ সোমবার দুপুর ১২ টায় বার্সেলোনার একটি হাসপাতালে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে তিনি মৃত্যু বরণ করেছেন। স্পেনে তার স্ত্রী এবং ৩ সন্তান রয়েছে।
    তথ্যটি নিশ্চিত করেছেন স্পেনের বাঙালি কমিউনিটি নেতা ও সাংবাদিক দবির তালুকদার।
    উল্লেখ্যঃ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ইতিমধ্যে শতাধিক বাংলাদেশি অভিবাসী বিভিন্ন দেশে প্রাণ হারিয়েছে- যারমধ্যে ৮০ উপরে শুধুমাত্র যুক্তরাষ্ট্রের প্রবাসী, এছাড়াও মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ তালিকায় যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা প্রাণ হারিয়েছে। বিচ্ছিন্ন ভাবে এক-দুই অন্যান্য দেশেও বাংলাদেশিরা প্রাণ হারাচ্ছেন, তন্মধ্যে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, স্পেন সহ রয়েছে।

    আরও খবর

    Sponsered content