প্রতিনিধি ২২ এপ্রিল ২০২০ , ১২:১২:৫৯ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের চিকিৎসকদের সুরক্ষায় ২৫টি পিপিই ও ৫০টি মাস্ক বিতরণ করা হয়।
বুধবার দুপুরে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের নির্দেশে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল এই সুরক্ষা সামগ্রী জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ শামস উদ্দিন ও ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ আশরাফুলের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন,হাসপাতালের আর এম ও ডাঃ মোঃ রফিকুল ইসলাম,সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,সিনিয়র সদস্য বাবু সবুজ কান্তি দাস প্রমুখ।
সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন এই করোনা মহামারী মোকাবেলায় রোগীদের চিকিৎসায় ডাক্তাররা অনেক ঝুকির মধ্যে থাকেন। তাই এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিমের নির্দেশে আমার সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সদস্যরা ডাক্তারদের সুরক্ষায় এই পিপিই সুরক্ষা সামগ্রী তুলে দিলাম। যাতে করে ডাক্তারগণ যেকোন ধরনের ভয়ভীতির উধের্ব থেকে আর্ত মানবতার সেবা মনে করে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়তে তারা নিরলসভাবে সেবা প্রদান করে যাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ##
কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২২.০৪.২০