প্রতিনিধি ২০ এপ্রিল ২০২০ , ৯:২০:৪৮ অনলাইন সংস্করণ
মৃণাল কান্তি দাস।। করোনা নামক মহামারীর এই দূর্যোগকালীন সময়ে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয়। করোনা প্রভাবে মানুষকে সচেতন করার মধ্য দিয়ে করোনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন অমিয়। তার ব্যতিক্রমী উদ্যোগ সুনামগঞ্জের সর্বমহলে প্রশংসনীয় হয়। অমিয় কিছুদিন আগে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় পরিবারের মাঝে ঔষধ সামগ্রী বিতরন করেন৷ এতেই থেমে থাকেন নি অমিয়। তিনি তার ব্যক্তিগত ফেইসবুকে ঘোষনা দেন, সুনামগঞ্জ পৌরসভার ভিতরে কোন রোগীর যদি ডাক্তার/ ঔষধের প্রয়োজন হয়, তাহলে উনারা যেন ঘর থেকে বাহিরে বের না হন। অমিয় তার ছাত্রলীগের ভাইদের সাথে নিয়ে ঔষধ পৌঁছে দিবে। গতকাল রবিবার রাত ১.৩০ মিনিটে অমিয়ের মোবাইলে একটি কল আসে, একজন বয়স্ক মায়ের ঔষধের প্রয়োজন। তৎক্ষনাৎ অমিয় ডাক্তারের পরামর্শ নিয়ে ছাত্রলীগ নেতা ছাত্রলীগ নেতা পঙ্কজ ভট্টাচার্যকে সাথে নিয়ে অসুস্থ মায়ের ঔষধ পৌঁছে দেন। তার এই মহানুভবতা সবাইকে বিস্মিত করেছে। সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয়ের সাথে কথা বললে তিনি জানান, করোনা ভাইরাস সারাবিশ্বে মহামারিতে রুপ নিয়েছে। করোনার আঘাতে লন্ডভন্ড সারাবিশ্ব। বাংলাদেশেও করোনা ভাইরাসের দারুণ প্রভাব পড়েছে। দূর্যোগকালীন এই সময়ে সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তবে সরকার পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বরাদ্ধ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করছেন। একমাত্র সচেতনতা, পরিস্কার পরিচ্ছন্নতা ও ঘরের ভিতরে থাকলেই এই দূর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব। স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে সকলকে নিজ নিজ বাড়িতে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ভয়ের কিছু নেই। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না।
সরকার আপনাদের পাশে আছে। সেই সাথে সুনামগঞ্জ জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও সুনামগঞ্জের যুব সমাজের আইকন, সুনামগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ভাইয়ের নির্দেশে আমরাও আপনাদের পাশে আছি। সাবান দিয়ে বারবার হাত ধুবেন। সরকারের নির্দেশনা না পাওয়া পর্যন্ত বাড়িতেই অবস্থান করুন। নিজে সুরক্ষিত থাকুন, পরিবার-পরিজনসহ দেশের মানুষকে নিরাপদে রাখুন।