প্রতিনিধি ৯ মার্চ ২০২০ , ৩:৫১:৩৩ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: রোববার গভীর রাতে ৯৯৯্ হতে কল পেয়ে, দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলামের নেতৃত্বে এসআই ফজলুল হক, এসআই গোলাম ফাত্তাহ, এএসআই সুমন অধিকারী সহ পুলিশের একটি দল উপজেলার চরনারচর বাজারস্থ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে বাংলালিংক ও গ্রামীনফোন কোম্পানীর টাওয়ারের চুরি হওয়া ২৭টি ব্যাটারী (যাহার মূল্য- ৬ লাখ ১২ হাজার টাকা ও ব্যবহৃত পিকআপ গাড়ীসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন ১। কাজী আলম হোসেন হেলাল (৩২) তিনি শ্রীপুর থানার সাং-চৌগাছি এলাকার
কাজী গোলাম সরোয়ারের ছেলে,মোঃ মাহাবুর হোসেন (২০), পিতা- মোঃ লুৎফুর রহমান, ৩। মোঃ রানা ইসলাম (৩০), পিতা-তোতা মিয়া, লস্কর মিয়া, উভয় সাং-জাগলা, থানা-মাগুড়া সদর জেলা-মাগুড়া, মোঃ মুছা খান (৩৫) (ড্রাইভার), পিতা-মৃত আতাহুর আলী খাঁন, সাং-মোল্লা পাড়া, থানা-খুলনা সদর, জেলা-খুলনা,মোঃ দিলদার আহমদ (২৭), পিতা-মোঃ নাজিম উদ্দিন, সাং-সারিঘাট ডৌডিক, থানা-জৈন্তাপুর, জেলা- সিলেট’দেরকে আটক করেন। পরবর্তীতে উপরোক্ত আসামীদের দেওয়া তথ্য মতে আসামী ৬। গোলাম নবী (৩২),পিতা-নুরুল ইসলাম, সাং-জামগ্রাম, থানা-পতনীতলা, জেলা-নওগাঁ (মেটাল প্লাস কোম্পানীর বাংলালিংক এর ব্যান্ডরের টেকনিশিয়ান)। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়। এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান,তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।
কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ থেকে।