• লিড

    হৃদয়ে করোনা আতঙ্ক, পেটের দায়ে জগন্নাথপুরের রাস্তায় রিক্সা চালক

      প্রতিনিধি ৩১ মার্চ ২০২০ , ২:২৬:৫৫ অনলাইন সংস্করণ

    মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ ক‌রোনা ভাইরাস আত‌ঙ্কে সাধারণ মানুষ সহ সবাই যখন নি‌জের নিরাপত্তার জন্য ঘ‌রে- তখন রিকশা নি‌য়ে চাল ও ডা‌লের খরচ জোগা‌তে ফাঁকা রাস্তায় নে‌মে‌ছেন জগন্নাথপুরের হত‌দরিদ্র কিছু রিক্সা চালক।

    দেশব্যাপী করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ায় সরকারের তরফ থেকে সব ধরনের জনসমাগম ও গণপরিবহন বন্ধ করার ফলে স্থবির হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের হত-দরিদ্র মানুষ। সরকারি নির্দেশনা মেনে সাধারণ মানুষ সহ যখন নিজের নিরাপত্তায় কথা ভেবে ঘরে- ঠিক তখনই রিক্সা নিয়ে চাল ও ডাল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস- পত্রের খরচ যোগাতে জীবন -জীবিকার তাগিদে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদর সহ বিভিন্ন ফাঁকা রাস্তায় রিক্সা চালক শাহিন, কুটি, মছলম ও গিরি সহ অনেকেই।
    রাস্তায় দেখা হওয়া রিক্সা চালক শাহিন সহ অনেকই একান্ত আলাপকালে বলেন, মর‌ণের ভয় আছে, তারপরও পে‌টের দায়ে রিক্সা চালা‌তে রাস্তায় নে‌মে‌ছি। পে‌টে ভাত থাক‌লে বাড়িতেই ব‌সে থাকতাম পরিবারে দৈনিক খরচ লাগে তিন থেকে সাড়ে তিন শত টাক। রাস্তা ফাঁকা লোক চলাচল একেবারে নেই। সারা দিনে এক শত টাকার মতো হয় যা দিয়ে খেয়ে না খেয়ে বেঁচে আছি।এক প্রশ্নের জবাবে তাঁরা বলেন, সরকার কর্তৃক বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী কিছু মানুষ পেলেও তাহারা পাননি।
    এ‌দি‌কে, উপজেলা রিকশা ভ্যান শ্র‌মিক ইউ‌নিয়‌ন নেতার দাবি- ক‌রোনা ভাইরা‌সে রিকশা ভ্যান শ্র‌মিকরা সরকারি নি‌ষেধাজ্ঞা মান‌লেও কোন সাহায্য সহ‌যো‌গিতা পান‌নি এবং তাদের সহ‌যো‌গিতা কর‌তে উপজেলা প্রশাসন সহ কেউ এ‌গিয়ে আসেননি।বি‌ভিন্নস্থা‌নে প্রশাসনসহ আইন শৃঙ্খলা বা‌হিনীর সদস্যদের দ্বারা বাধার সম্মু‌খিন হ‌চ্ছেন রিক্সা চালকরা।

    আরও খবর

    Sponsered content