• অর্থনীতি

    সুনামগঞ্জ সীমান্তের চারাগাঁও শুল্ক ষ্টেশন দিয়ে চুনা পাথর আমদানী শুরু

      প্রতিনিধি ৯ মার্চ ২০২০ , ৫:৪৪:০৩ অনলাইন সংস্করণ

    আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধিঃঃ 

    সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় তিনটি শুল্ক ষ্টেশন বড়ছড়া, চারাগাঁও, বাগলী (বীরেন্দ্রনগর) দিয়ে কয়লা ও চুনাপাথর আমদানী করা হলেও এই প্রথম তাহিরপুর সীমান্তের চারাগাঁও শুল্ক ষ্টেশন দিয়ে গতকাল সোমবার থেকে চুনাপাথর আনুষ্ঠানিকভাবে আমদানী কার্যক্রমের শুরু করা হয়েছে।
    সোমবার দুপুরে তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রæপের সভাপতি হাজী আলকাছ উদ্দিন খন্দকার আনুষ্ঠানিকভাবে চারাগাঁও শুল্ক ষ্টেশন দিয়ে চুনাপাথর আমদানী কার্যক্রমের উদ্বোধন করেন । এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রæপের সিনিয়র সহ সভাপতি হাজী ফরিদ গাজী, কোষাধক্ষ্য জাহের আলী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবুল খায়েরসহ গ্রæপের নেতৃবৃন্দ, আমদানীকারক সিরাজ মিয়া, সুজন মিয়া প্রমুখ।
    বড়ছড়া শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা মো. রেজাউল করিম জানিয়েছেন, প্রথম দিনে চারাগাঁও শুল্ক ষ্টেশন দিয়ে ছয় শত মে. টন চুনাপাথর আমাদানীর এল.সি জমা পড়েছে। এর মধ্যে আজ প্রথম দিনেই প্রায় দুই শত মে. টন চুনাপাথর বাংলাদেশে এসেছে।

    আরও খবর

    Sponsered content