• ত্রাণ বিতরণ

    সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মুকুটের পক্ষে ৭ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন

      প্রতিনিধি ৩১ মার্চ ২০২০ , ১১:১৭:০৭ অনলাইন সংস্করণ

    সুনামগঞ্জ প্রতিনিধি।। করোনা ভাইরাস আতংঙ্কে যখন নিম্নআয়ের মানুষজন ঘরবন্দী হয়ে খাদ্য সংকটে ভুগছিলেন সেই সময়টাতে সুনামগঞ্জ পৌর এলাকায় জেলা পরিষদের উদ্যোগে ৭ শত পরিবারের মধ্যে ১ কেজি চাল,১কেজি ডাল,২কেজি আলুসহ পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

    মঙ্গলবার দুপুর ১টায় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটের পক্ষে শহরের কালিবাড়িস্থ জেলা পরিষদের রেস্টহাউসের সামনে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা মহিলা আওয়ামীলীগর সাংগঠনিক সম্পাদিকা সৈয়দা ফারজানা ইমা ও জেলা ছাত্রলেিগর সভাপতি দিপংঙ্কর কান্তি দে। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সদস্য জ্যোতিমর্য় বণিক দীপ্তসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    জেলা মহিলা আওয়ামীলীগর সাংগঠনিক সম্পাদিকা সৈয়দা ফারজানা ইমা বলেছেন এই করোনা ভাইরাসের কারণে নিম্নআয়ের মানুষজন যখন কর্মহীন হয়ে পড়েছেন তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশব্যাপী সমাজের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের খাদ্য সহায়তায় সাড়া দিয়ে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটের নেতত্বে সুনামগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ শুরু হয়েছে এই খাদ্যসামগ্রী পুরো জেলাব্যাপী নিম্নআয়ের মানুষদের মধ্যে বিতরণ অব্যাহত রাখার গোষনা দেন এই মহিলা নেত্রী।

    0Shares

    আরও খবর

    Sponsered content