প্রতিনিধি ১৫ মার্চ ২০২০ , ১১:৫৩:৪৪ অনলাইন সংস্করণ
স্টাফ রিপোর্টারঃ- সুনামগঞ্জ ঐক্য কল্যাণ পরিষদ সিলেট এর নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে সিলেটে বসবাসরত সুনামগঞ্জবাসীদের মিলন-মেলায় পরিণত হয়। সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত শ্রমজীবী যুবা-তরুণদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবি ব্যাক্তিত্ব। আজ সন্ধ্যা ৬টায় সিলেট মুসলিম সাহিত্য সংসদের সুলেমান হলে অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের উপদেষ্টা রেদুওয়ান মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম ও পৃষ্ঠপোষক রিখন তালুকদার লিখন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি আলহাজ্ব মতিউর রহমানের অনুপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ (ভিপি), সিলেট জজ কোর্টের এডিশনাল পাবলিক প্রসিকিউটর এডভোকেট রঞ্জিত সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সদস্য ও যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি ডক্টর শামসুল হক চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আব্দুল্লাহ চৌধুরী মাসুদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক হুমায়ূন রশীদ লাভলু,কৃষক লীগ সিলেট মহানগর এর সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রোকন, সংগঠনের উপদেষ্টা মকসুদ আলম, সংগঠনের উপদেষ্টা মোঃ এনামুল হক এনাম, সংগঠনের উপদেষ্টা ও দৈনিক ভাটি বাংলা ডটকম অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক এস এম ওয়াহিদুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা জহিরুল ইসলাম জুয়েল, দিরাই শাল্লা এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক আতিকুর রহমান রুবেল, বাংলাদেশ জালালি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আনোয়ার চৌধুরী, প্রধান অতিথি আলহাজ্ব মতিউর রহমান এর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নুর মোহাম্মদ স্বজন।
প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা যুবলীগের সংগ্রামী সভাপতি শামীম আহমদ (ভিপি) বলেন জাতীয় ও সিলেটের আঞ্চলিক রাজনীতিতে সুনামগঞ্জের বরেণ্য রাজনীতিবিদদের বিরাট অবদান রয়েছে। সিলেটে সুনামগঞ্জবাসীদের রয়েছে বিশাল ভোট ব্যাংক, প্রতিষ্ঠিত হয়েছে নানান আর্থ-সামাজিক সংগঠন, আপনারা সবাই এক প্লাটফর্মে এসে ঐক্যবদ্ধভাবে সিলেটের রাজনীতি সহ আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখতে পারেন। আপনাদের যেকোনো ন্যায্য প্রয়োজনে আমাকে পাশে পাবেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আবুল কালাম,সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদির,সহ সভাপতি আনোয়ার হোসেন, সহ সভাপতি ফজল মিয়া, সহ সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম জিতু, সহ সাধারন সম্পাদক ঈসাই মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক কপিল আহমদ, অর্থ সম্পাদক আলী আহমদ, সহ অর্থ সম্পাদক কোয়াজ আলী, দপ্তর সম্পাদক রিপন আহমদ, শিক্ষা সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক দিলোয়ার হোসেন, সহ প্রচার সম্পাদক রিপন আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক আকরাম আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান, মানবাধিকার সম্পাদক সেলিম আহমদ, ক্রীড়া সম্পাদক সাজু আহমদ, সহ ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমদ, আপ্যায়ন সম্পাদক ইমন আহমদ, নির্বাহী সদস্য মাইনুদ্দিন, সেবুল আহমেদ, রনি আহমেদ প্রমূখ। এছারাও উপস্থিত ছিলেন অত্র সংগঠনের বিভিন্ন সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষী দুর্নীতি মুক্ত যুব ফোরাম সিলেটের সভাপতি রিকন তালুকদার, সিলেটস্থ দিরাই ছাত্র কল্যাণ পরিষদের সহ সাধারণ সম্পাদক আহসান হাবীব ও আবুল বাশার রবিউল ইমন সহ আরো অনেকে।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমানের লিখিত বক্তব্যঃ ঐক্যমত্য ছাড়া দেশের শান্তি ও সমৃদ্ধি স্থায়ী রূপ পেতে পারে না। আমি সবার ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। ‘আমি দৃঢ়ভাবে আশাবাদী মানবাধিকার, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপায়ণ এবং সমাজের সকল স্তরে প্রত্যক্ষ জনসম্পৃক্তির মধ্য দিয়ে আমরা নির্ধারিত লক্ষ্যসমূহ অর্জনসহ একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে সক্ষম হব।’ দল-মতের পার্থক্য ভুলে সবাইকে গণতান্ত্রিক অভিযাত্রায় যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, কর্মচঞ্চল, সুখী, সুন্দর ও উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ সবার কাম্য। আমাদের জাতীয় জীবনে নতুন প্রাণ সঞ্চারিত হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত উদ্যোগ আরও সুসংহত ও গতিশীল হচ্ছে আরোও হবে আমি আশা করি । দেশ থেকে সন্ত্রাস, মাদক, দুর্নীতি ও জঙ্গিবাদ সম্পূর্ণরূপে নির্মূলের মাধ্যমে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে জাতিকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ‘ঐক্য দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু। স্বচ্ছতা, জবাবদিহি, পরমতসহিষ্ণুতা, মানবাধিকার ও আইনের শাসন সুসংহতকরণ এবং জাতির অগ্রযাত্রার স্বপ্ন ও আকাঙ্ক্ষার সফল বাস্তবায়নে আমাদের ঐক্যের পাশাপাশি সবাইকে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে।