প্রতিনিধি ৭ মার্চ ২০২০ , ৬:৪৮:২০ অনলাইন সংস্করণ
একে মিলনঃ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের গুরুত্ব ও তাৎপর্য তোলে ধরে সুনামগঞ্জ বঙ্গবন্ধু সৈনিকলীগ ও যুব শ্রমিকলীগের উদ্যোগে এক আলোচনা সভা শনিবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টায় পৌর বিপনী ২য়তলায় অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেলের সভাপতিত্বে এবং জেলা যুব শ্রমিকলীগের সাধারন সম্পাদক এ কে মিলন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিকলীগের সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কে এম শহিদুল, সাংগঠনিক সম্পাদক আব্দুল জহুর,জেলা যুব শ্রমিকলীগের সহ সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক যগ্ন সাধারন সম্পাদক এমরান হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক কালাম মিয়া প্রমুখ।উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের গুরুত্ব তোলে ধরে বক্তারা বলেন, সারা বিশ্বের স্বাধীনতাকামী মানুষের মধ্যে যুগযুগ ধরে প্রেরণা যোগাবে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ। ৭ই মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে ছিলেন, তার সেই ভাষণের প্রতিটি শব্দ পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম। তারই আদর্শকে লালন করে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।
Notifications