প্রতিনিধি ১ মার্চ ২০২০ , ১:২০:২৯ অনলাইন সংস্করণ
নিজস্ব প্রতিনিধি: সুনামগঞ্জ তাহিরপুর উপজেলার বালিজুরি ইউনিয়নের আনোয়ারপুর বাজার বণিক সমিতির নব গঠিত কমিটির নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার সন্ধ্যায় আনোয়ার বাজার ব্যাবাসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাজার বনিক সমিতির নব নির্বাচিত সভাপতি ফয়সল আহমেদ। ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো: আতিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, বালিজুরি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তুষা মিয়া, ইউপি সদস্য বাবুল মিয়া, বাজার বনিক সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক শাহ- আলম, তাহিরপুর থানার এস আই হুমায়ুন কবির, ইউপি সদস্য একরামুল হুদা, বিশিষ্ট ব্যাবসায়ী বারিক মিয়া, যুবলীগ নেতা শাহাঙ্গীর আলম প্রমুখ। সভার শুরুতেই নব গঠিত বাজার বনিক সমিতির নেতৃবৃন্দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিবৃন্দরা। নব গঠিত কমিটির সভাপতি ফয়সল আহমেদ ও সাধারণ সম্পাদক শাহ- আলম বক্তব্যে বলেন, আনোয়ারপুর বাজার উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাজার। কিন্তু এই বাজারে চাঁদাবাজি সহ ব্যাবসায়ীদের বিভিন্নভাবে হয়রানি করা হয়। আমরা দায়িত্ব নিয়ে প্রতিজ্ঞা করেছি আনোয়ারপুর বাজারে সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনব। বাজারে কোন ধরনের চাঁদাবাজি ও সন্ত্রাসী হতে দেব না আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে এসব মোকাবেলা করব।
Notifications