প্রতিনিধি ১২ মার্চ ২০২০ , ৭:৫৫:৪৪ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: দেশের খ্যাতি সম্পন্ন বেসরকারী সেটেলাইট টেলিভিশন আনন্দটিভি’র দ্বিতীয় বর্ষ পালিত হয়েছে। আজ বুধবার বিকালে সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের অস্থায়ী কার্যালয়ে কেক কেটে পালন করা হয়। সুনামগঞ্জ প্রতিনিধি এমরান হোসেনের সঞ্চালনায় সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও এসএটিভি’র জেলা প্রতিনিধি মাহতাব উদ্দিন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি, মোহনাটিভি ও দৈনিক অধিকারের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, নিউজ২৪টিভি’র জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমেদ, বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারন সম্পাদক রিংকু চৌধুরী, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি ফুয়াদ মনি, দৈনিক স্বাধীন বাংলার জেলা প্রতিনিধি মো: বাবুল মিয়া, জেলা যুব শ্রমিকলীগের সহ-সভাপতি এড. হারুন অর রশিদ, সাংবাদিক আলী হোসেন,সিবিসি টিভি’র জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, ছাত্রলীগ নেতা সায়েক রাজা প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আনন্দটিভি সুনামগঞ্জের হাওরাঞ্চলের মানুষের সুখ,দু:খের জীবনচিত্র তুলে ধরে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন।