প্রতিনিধি ১৮ মার্চ ২০২০ , ৪:০০:২০ অনলাইন সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি।। সুনামগঞ্জের ছাতক পৌর শহরে হোম কোয়ারান্টাইন না মানায় এক সৌদী প্রবাসী মোঃ গিয়াস উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আাদালত। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মোঃ মইনুল ইসলামের ছেলে।
বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের নিবাহী ম্যাজিস্ট্রেট ও ছাতক উপজেলা নিবাহী অফিসার মোঃ গোলাম কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন,ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা কামাল,ওসি তদন্ত মইনুদ্দিন, ডাঃ রাজীব চক্রবর্তী প্রমুখ।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তফা বলেন, হোম কোয়ারান্টাইন না মানায় ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন করোনা ভাইরাস থেকে সাধারন জনগনকে সচেতন করতে আমরা উপজেলা ও পুলিশ প্রশাসন বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন শ্রেণীপেশার মানুষজনকে সম্পৃত্ত করছি সচেতন করা হচ্ছে।
এ ব্যাপারে সুনামগঞ্জ সিভিল সার্জন ডাঃ সামছুদ্দিন জানান,জেলায় বিদেশ ফেরৎ ৪০ জনকে হোম কোয়ারান্টাইনের নজরদারীতে রাখা হয়েছে।